ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ককটেল তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বাইকে দুজন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জীবনের ভয়ে দৌড়াতে থাকেন।
এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান খান তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘এইমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসীরা তিনটি ককটেল বিস্ফোরণ করেছে। তার একটি সরাসরি আমার পায়ের কাছে এসে বিস্ফোরিত হয়েছে। বড় দুর্ঘটনার হাত রক্ষা পেয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বুধবার রাত ১০টার দিকে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে সন্দেহজনক আটক করেন ঢাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। যদিও পরে ওই ঘটনায় সংশ্লিষ্ট না থাকায় তাদের ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ।