X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তাজরীন ফ্যাশন্সে শ্রমিক হত্যার ১১ বছর: দেলোয়ারের বিচার ও ক্ষতিপূরণ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৩, ১৬:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৬:৪৬

তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার ১১ বছরে খুনি মালিক দেলোয়ারের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতারা।

শুক্রবার (২৪ নভেম্বর) আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশন্স গার্মেন্টসের সামনে নিহত শ্রমিকদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় তারা এসব দাবি জানান।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সদস্য মমিনুর রহমান মমিনের সই করা পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজ সকাল সাড়ে ৮টায় সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী ও তাজরীনের আহত শ্রমিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক হত্যাকাণ্ডের ১১ বছর পার হয়ে গেলেও খুনি মালিক দেলোয়ারের বিচার এখনও হয়নি।

তারা আরও বলেন, অগ্নিকাণ্ডের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২০১৫ সালের অক্টোবরে। বিগত আট বছরে সাক্ষ্য গ্রহণের জন্য সর্বমোট ৫৬টি তারিখ ধার্য ছিল। এর মধ্যে মাত্র আট দিন রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করেছে। মামলার অভিযোগপত্রে উল্লিখিত ১০৪ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিচারকার্য পরিচালনায় রাষ্ট্রের এই উদাসীনতা মালিকের রক্ষাকবচ। অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিকসহ সব অভিযুক্তের বিচার চাই।

এ ছাড়া অগ্নিকাণ্ডে মারাত্মক আহত কর্মক্ষমতা হারানো কয়েক শ শ্রমিক এখনও সম্মানজনক কোনও ক্ষতিপূরণ পাননি। প্রতিশ্রুতি অনুযায়ী নিহত আহত শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার খরচ কেউ বহন করছে না। আমরা হত্যাকাণ্ডের বিচারসহ নিহত আহত শ্রমিক পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ, পুনর্বাসন দাবি করছি।

/এনএআর/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
যমুনায় অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
যমুনায় অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ