রাজধানীর দক্ষিণখান থানার নাশকতার এক মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীর চার বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই মামলার অপর ৮০ জন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য নিশ্চিত করেন।
রায়ে দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেক আসামির দেড় বছরের কারাদণ্ড এবং দণ্ডবিধির ৩৫৩ ধারায় আসামির আড়াই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিএনপির উত্তরখান থানার সভাপতি মো. আনোয়ার হোসেন সরকার, উত্তরখান থানা যুবদলের সাংগঠিনক সম্পাদক মো. ইয়াকুব আলী, উত্তরখান থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোকলেস, উত্তর খান থানা বিএনপির সহসভাপতি মো. শেখ নূর মোহাম্মদ, মমতাজ উদ্দিন, মো. হারুন অর রশিদ হারুন, মো. তোফাজ্জল হোসেন ওরফে মিঠু, সরকার রফিকুল ইসলাম মুকুল, মো. গোলাম মোস্তফা, মো. মোজাফফর হোসেন বাদল, মো. জাকির হোসেন, মো. ইয়াকুব আলী, মো. সফিল উদ্দিন, মো. শরীফ হোসেন, রিপন মিয়া, মো. লুৎফর রহমান ওরফে খোকন, মো. শাহিন মিয়া, অ্যাডভোকেট সরোয়ার হোসেন, রিপন সরকার, রাজীব, মো. দুলাল মিয়া, আবু বকর সিদ্দিক, মো. শাহিন, মো. মামুন, আব্দুল আলী ওরফে আব্দুল আলীম, শামসুল হক রিপন, নুরুজ্জামান হাওলাদার ওরফে সোহেল, আনোয়ার হোসেন বকুল, মো. কামাল হোসেন, শাহআলম, দীন ইসলাম, বাদশা ওরফে মো. আব্দুর রহিম বাদশা ও মো. শফিকুল ইসলাম শফিক।
অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় বিভিন্ন রকম নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলাটি করে।