X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৪, ২৩:১৪আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২৩:১৭

দেশের প্রখ্যাত আলেম, লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারী শুক্রবার (১৯ জানুয়ারি) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা শেষে তাকে মিরপুর-১১ জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা আবদুল্লাহ বিন সাঈদের পরিবার এ তথ্য জানিয়েছে।

এর আগে শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ৮২ বছর বয়সী মাওলানা আবদুল্লাহ বিন সাঈদের স্ত্রী, তিনি ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আবদুল্লাহ বিন সাঈদ ইসলামিক ফাউন্ডেশনের লেখক-গবেষক ও সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

১৯৭৫ থেকে ২০০৫ সাল অবধি গণভবন ও সচিবালয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন তিনি। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তিনি তাফসির, হাদিস, ইতিহাস ইত্যাদি বিষয়ে আকর গ্রন্থাবলি অনুবাদ করেন। ইফাবার ইসলামি বিশ্বকোষ ও সিরাত বিশ্বকোষের অন্যতম লেখক ও সম্পাদক। বৃহদায়তন ইসলামি আইন ও আইনবিজ্ঞান গ্রন্থটিরও অন্যতম সম্পাদক তিনি।

বঙ্গবন্ধুর সঙ্গে মাজার জিয়ারতে আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জন্ম ১৯৪২ সালের ২৯ মে সিলেটের টুকেরগাঁওয়ে। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে ঢাকায় এসে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বহু দেশ সফর করেন। বাংলাদেশ সরকার ১৯৮৬ সালে ইমামদের উচ্চতর প্রশিক্ষণের জন্য সর্বপ্রথম যে দলকে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল, তিনি ছিলেন ওই দলের অন্যতম সদস্য।

১৯৭৩ সালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহানবী (সা.)-এর জন্ম ও ওফাত বার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম সিরাতুন্নবী মাহফিলের আয়োজন করেন তিনি, যার সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লেখক ও গবেষক হিসেবে তিনি দেশে-বিদেশে পরিচিত ছিলেন। দৈনিক আজাদ ও মাসিক মোহাম্মদীতে লেখালেখির মাধ্যমে তার বিকাশ। তিনি দীর্ঘদিন মহানবী (সা.)-এর জীবনীর ওপর কয়েক যুগ ধরে ধারাবাহিক স্মরণিকা প্রকাশ করে সিরাত চর্চাকে সামাজিক বিস্তৃতি দেন।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী