X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

অর্থ আত্মসাতের মামলায় স্বামীসহ যুব মহিলা লীগ নেত্রীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪

পাবনা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি আফসানা মিম ও তার স্বামী ওবাইদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার করে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আপসের শর্তে জামিন পেয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত তাদের জামিনের আদেশ দেন।

এক দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রোমেন মিয়া। 

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, দুই পক্ষের মধ্যে আপস মিমাংসা হয়ে গেছে। এসময় মামলার বাদী মনিরুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। বিচারক বাদীর কাছে জানতে চান, জামিন দিলে কোনও আপত্তি আছে কি না। বাদী জানান, আপত্তি নেই। বিচারক বাদীকে লিখিত দিতে বলেন। পরে আপসের শর্তে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

গত ২১ ফেব্রুয়ারি পাবনা শহরের মাসুম বাজার এলাকার বাসা থেকে সদর থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করে গুলশান থানার পুলিশ। এরপর গত ২২ ফেব্রুয়ারি আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, আসামি ওবাইদুল্লাহকে দুলাভাই হিসাবে মামলার বাদী ঠিকাদার ও ব্যবসায়ী মনিরুজ্জামানের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। পরে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে ১৩ লাখ ১৭ হাজার টাকা নেন মিম ও ওবায়দুল্লাহ। বিশ্বাস করে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। পাওনা টাকা ফেরত দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেন। এ ঘটনায় রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।

/এআই/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন করবে ওয়াসা
ছুটির দিনে বইমেলায় পাঠক-দর্শনার্থীদের ভিড়
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
শব্দের চেয়ে বোধের দাবি বেশি : স্নিগ্ধা বাউল
শব্দের চেয়ে বোধের দাবি বেশি : স্নিগ্ধা বাউল
কবিতায় ভাষা ও শৈলী প্রাণেরই অধীন : তানজিন তামান্না
কবিতায় ভাষা ও শৈলী প্রাণেরই অধীন : তানজিন তামান্না
চ্যাম্পিয়ন হয়ে বিদায়ী সম্মাননা নিলেন তামিম
চ্যাম্পিয়ন হয়ে বিদায়ী সম্মাননা নিলেন তামিম
ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়: হাসনাত আবদুল্লাহ
ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
চলমান পরিস্থিতি নিয়ে মামুনুল হকের বিশেষ আহ্বান
চলমান পরিস্থিতি নিয়ে মামুনুল হকের বিশেষ আহ্বান
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
নবম পে-স্কেল ঘোষণাসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
নবম পে-স্কেল ঘোষণাসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের