পোস্তগোলা সেতু মেরামতের পঞ্চম দিনে একেবারেই বন্ধ রাখা রয়েছে যান চলাচল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে গার্ডার মেরামত ও রেট্রো ফিটিং অংশে ঢালাইয়ের কাজ করছেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। অনেককে হেঁটেই গন্তব্যে রওনা দিয়ে দেখা যায়। অনেকে না জানার কারণে জরুরি কাজে বের হয়ে পড়েছেন বিপাকে। আজ সারা দিন ঢালাইয়ের কাজের জন্য আগেই যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।