X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী-শ্রমিকদের নিতে হাঙ্গেরির অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ০১:৪৪আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:৩১

রাশিয়ার সহায়তায় নতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে হাঙ্গেরি। ওই প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কাজ করেছেন, এমন প্রকৌশলী ও শ্রমিকদের কাজ দিতে চায় ইউরোপের দেশটি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে অনুরোধ করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো।

এ বিষয়ে একজন কূটনীতিক বলেন, ‘বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কাজ করেছেন, এমন দক্ষ প্রকৌশলী ও শ্রমিক নিতে আগ্রহী হাঙ্গেরি। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।’

হাঙ্গেরি দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে। সেখানেও রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করার কারণে তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী বলে জানান এই কূটনীতিক।

এ বিষয়ে বাংলোদেশের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘রূপপুর প্রকল্প শেষ হওয়ার পর এখান থেকে দক্ষ লোকদের বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই।’

উল্লেখ্য, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হচ্ছে। ওই প্রকল্পে কয়েক হাজার বাংলাদেশি প্রকৌশলী ও শ্রমিক নিয়োজিত রয়েছেন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে বিশেষায়িত জ্ঞান প্রয়োজন হয় এবং সেখানে নিয়োজিত প্রকৌশলী ও শ্রমিকরা বিশেষভাবে দক্ষ হন।

অর্থনৈতিক সহযোগিতা
অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে এভয়েডেন্স অব ডাবল ট্যাক্সেশন এবং ইনভেস্টমেন্ট প্রটেকশন চুক্তি করতে চায় হাঙ্গেরি।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রতি আগ্রহী হাঙ্গেরি। এ কারণে তারা দুটি প্রাথমিক চুক্তি করতে চায়।’

আরেক কর্মকর্তা বলেন, ‘২০২৯ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। এরপর জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য ইইউর সঙ্গে আলোচনা করতে হবে বাংলাদেশকে। হাঙ্গেরি ইইউর সদস্য এবং তারা আমাদের জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত 
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা