ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. মোয়াজ্জেম শেখ (৫৮) নামে এক কারাবন্দি হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি মারা যান।
গত ১৮ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কারাবন্দি মোয়াজ্জেম। পরে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, কারাবন্দি মো. মোয়াজ্জেম শেখ সূত্রাপুর থানার একটি মাদক মামলায় বন্দি ছিলেন।
মৃত মোয়াজ্জেম শেখ ঢাকার সূত্রাপুরের বাসিন্দা। তার বাবার নাম মৃত আলেক শেখ।