X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ২০:১০আপডেট : ৩০ জুন ২০২৪, ২০:১৫

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের পরনে হিজাব, ওড়না ও বোরকা খুলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমীন। তিনি বলেন, ‘জানতে পেরেছি আজ এইচএসসি পরীক্ষা চলাকালীন একজন পরিদর্শক মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে আসেন এবং হল পরিদর্শনকালে তিনি হিজাব ও বোরকা আবৃত মেয়েদের গা থেকে বোরকা-হিজাব খুলে ফেলেন।’

রবিবার (৩০ জুন) রাতে খাদেমুল ইসলাম বাংলাদেশের যুগ্ম সম্পাদক মুফতি মোহাম্মদ তাসনীম স্বাক্ষরিত বিবৃতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুফতি রুহুল আমীন এ অভিযোগ করেন।

পরিদর্শকের বিষয়ে খতিব আরও অভিযোগ করেন, ‘তাদের (শিক্ষার্থীদের) কটুকথা শোনান এবং আগামী পরীক্ষাগুলোতে যেন তারা কোনও ধরনের বোরকা-হিজাব বা বড় ওড়না জড়িয়ে না আসে বরং চেহারা, চুল খোলা থাকে এমন পোশাক পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করার নির্দেশ দেন। এতে পরীক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত ও মর্মাহত হয়ে পড়ে। পরীক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই কাম্য নয়।’

মুফতি রুহুল আমীন বিবৃতিতে আরও বলেন, ‘আবহমান কাল থেকে মেয়েরা বোরকা-হিজাব পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে; কখনও কোন সমস্যা হয় নাই কিন্তু হঠাৎ করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর সরকারি কলেজ সেন্টারে কেন এমন ঘটনা ঘটানো হলো এটা আমাদের বোধগম্য নয়।’

তিনি উল্লেখ করেন, ‘এরা ইসলামের অলঙ্ঘনীয় বিধান পর্দার সঙ্গে কটাক্ষ করে ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে আঘাত দিয়ে পরীক্ষা চলাকালীন সময় দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় কিনা এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্টদের গভীর নজর রাখতে হবে।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ ৮ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক