X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মালয়েশিয়ায় যেতে পারেননি কতজন, সুনির্দিষ্ট সংখ্যা জানতে চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১৯:৫৬আপডেট : ০২ জুলাই ২০২৪, ২০:০৩

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দ্রুত বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় জানায়, ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ২৪ জুন তাদের প্রতিবেদন দিয়েছে। তবে তা পূর্ণাঙ্গ নয়। এটি আরও পর্যালোচনা করা হবে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। তবে কমিটির যে প্রতিবেদন, তা নিয়ে সংসদীয় কমিটি সন্তুষ্ট নয়। কারণ, কমিটি মনে করে, তদন্ত কমিটির সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। সংসদীয় কমিটি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে ,তাদের শক্তভাবে ধরতে চায়।

মন্ত্রণালয় বৈঠকে জানায়, তিন-চার হাজার অভিযোগ তারা পেয়েছেন, যারা মালয়েশিয়া যেতে পারেনি। কমিটি আসলে কত জন যেতে পারেনি, তা সুনির্দিষ্টভাবে বের করতে বলেছে।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমদ বলেন, তারা মন্ত্রণালয়ের কাছে কাগজপত্র চেয়েছেন, যাতে সুনির্দিষ্টভাবে জানা যায় যে, কত জন যেতে পারেনি। তাদের জন্য কী করা যায়, তা নিয়ে আরও আলোচনা হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশের কর্মীদের সামগ্রিক নিরাপত্তা ও কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা এবং আন্তমন্ত্রণালয় বৈঠক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ প্রকল্পটি ভূমি অধিগ্রহণের সাপেক্ষে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে দ্রুত শেষ করে প্রশিক্ষণ শুরু করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান মানিক, আব্দুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন হাজারী, মো. মাজহারুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. সিরাজুল ইসলাম মোল্লা এবং শাম্মী আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ১৬ বাংলাদেশি গ্রেফতার
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর আগস্টে
মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৫
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক