X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আ.লীগ নেতা বাবুল হত্যা: পৌর মেয়র আক্কাসসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৪, ০০:১২আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০০:১২

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় বাঘা পৌর মেয়র মো. আক্কাস আলীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগ। পরে রাতে তাদের রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি জানান, বাঘা আওয়ামী লীগের সেক্রেটারি বাবুল হত্যা মামলার এক নম্বর আসামি বাঘা পৌর মেয়র মো. আক্কাস আলী, মজনু, টুটুল, আব্দুর রহমান ও স্বপনকে গ্রেফতার করা হয়েছে। পরে রাতে তাদের রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, গত ২২ জুন বাঘার পৌর মেয়র আক্কাস আলীর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে ঠিক একই সময়ে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আধিপত্য বিস্তার ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন আক্কাস আলী ও তার সমর্থকরা। এ সময় মেয়র আক্কাস আলী ও সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র, লোহার পাইপ, ইট ও পাথরের টুকরা নিয়ে বাবুলের মানববন্ধনে হামলা চালায়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আশরাফুল ইসলাম বাবুলসহ আহত হন আরও ২০ জন। আহত বাবুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৩ দিন আইসিউতে থাকার পর গত ২৬ জুন বিকালে মারা যান তিনি। পরে এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ ঢাকায় উপজেলার পৌর মেয়রসহ পাঁচ জনকে গ্রেফতার করলো ডিবি।

এ ঘটনায় শুরু থেকে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বাবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আসছিল।

/এবি/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
রাজধানীতে আ. লীগের ৫ নেতা গ্রেফতার
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
সর্বশেষ খবর
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার