X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রাজধানীতে চার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ২২:২১আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২২:২১

রাজধানীর বিভিন্ন স্থান থেকে চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গল ও বুধবার (৩১ জুলাই) পৃথক ঘটনায় তারা মারা যান। চারটি ঘটনাই আত্মহত্যা বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

ডেমরায় জান্নাতুল ফেরদৌস (১৯) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী মো. রিমন দাবি করেন, রাতে রাগ করে তার স্ত্রী জান্নাতুল খাবার না খেয়ে শুয়ে পড়েন। পরে সকাল রিমন কাজে বের হলে জান্নাতুল দরজা বন্ধ করে ফ্যানের হুকের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নুর জাহান আক্তার ডেমরার পশ্চিম বক্স নগরে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠান। জান্নাতুল চাঁদপুরের হাজীগঞ্জের মহসিন মোল্লার মেয়ে।

কামরাঙ্গীচরে টিপু সুলতান (২৫) নামের একজনের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুলাই) কামরাঙ্গীচর কয়লাঘাট তারা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। টিপু একটি কারখানায় কাজ করতেন। 

তার বাবা মো. তাজ উদ্দিন জানান, টিপুর স্ত্রী রত্না দুদিন আগে ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে যান। পরে মঙ্গলবার দিবাগত রাতে টিপু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জোনায়েদ (৫) নামে তাদের একটি সন্তান রয়েছে। 

কামরাঙ্গীচর থানায় উপপরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, খবর পেয়ে ভোর সকালে টিপুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠান। 

এদিকে মঙ্গলবার (৩০ জুলাই) মধ্যরাতে কদমতলী থেকে মাহি (২০) নামে একজন এবং যাত্রাবাড়ীতে আয়েশা বেগমের (২৪) নামে আরেকজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে পাঠায়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জিনাত রেহানা জানান, পরিবারের সদস্যদের দাবি মাহি মানুষিকভাবে অসুস্থ ছিলেন। সাংসারিক টুকিটাকি বিষয় নিয়ে রেগে যেতেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে দেন। পরে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ছিটকিনি ভেঙে তারা দেখতে পান, গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছেন মাহি।

মাহি কুমিল্লা সদর দক্ষিণ থানার দৈয়ারা গ্রামের হুমায়ন কবিরের মেয়ে। তার স্বামীর নাম আব্দুস ছালাম। বর্তমানে কদমতলীর খানকাহ শরিফ রোডের জাহাঙ্গীরের বাড়ির ভাড়া বাসায় থাকতেন। 

একই দিন রাতে দক্ষিণ যাত্রাবাড়ী প্রফেসর বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া আয়েশা বেগমের (২৪) মরদেহ উদ্ধার কর পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে স্ত্রী আয়েশা অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মারা যান বলে স্বজনদা দাবি করছেন। 

আয়শা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. হানিফের মেয়ে। তার স্বামীর নাম নাজমুল শিমুল। 

/এআইবি/এবি/এফএস/
সম্পর্কিত
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন