X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

রাজধানীতে চার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ২২:২১আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২২:২১

রাজধানীর বিভিন্ন স্থান থেকে চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গল ও বুধবার (৩১ জুলাই) পৃথক ঘটনায় তারা মারা যান। চারটি ঘটনাই আত্মহত্যা বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

ডেমরায় জান্নাতুল ফেরদৌস (১৯) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী মো. রিমন দাবি করেন, রাতে রাগ করে তার স্ত্রী জান্নাতুল খাবার না খেয়ে শুয়ে পড়েন। পরে সকাল রিমন কাজে বের হলে জান্নাতুল দরজা বন্ধ করে ফ্যানের হুকের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নুর জাহান আক্তার ডেমরার পশ্চিম বক্স নগরে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠান। জান্নাতুল চাঁদপুরের হাজীগঞ্জের মহসিন মোল্লার মেয়ে।

কামরাঙ্গীচরে টিপু সুলতান (২৫) নামের একজনের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুলাই) কামরাঙ্গীচর কয়লাঘাট তারা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। টিপু একটি কারখানায় কাজ করতেন। 

তার বাবা মো. তাজ উদ্দিন জানান, টিপুর স্ত্রী রত্না দুদিন আগে ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে যান। পরে মঙ্গলবার দিবাগত রাতে টিপু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জোনায়েদ (৫) নামে তাদের একটি সন্তান রয়েছে। 

কামরাঙ্গীচর থানায় উপপরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, খবর পেয়ে ভোর সকালে টিপুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠান। 

এদিকে মঙ্গলবার (৩০ জুলাই) মধ্যরাতে কদমতলী থেকে মাহি (২০) নামে একজন এবং যাত্রাবাড়ীতে আয়েশা বেগমের (২৪) নামে আরেকজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে পাঠায়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জিনাত রেহানা জানান, পরিবারের সদস্যদের দাবি মাহি মানুষিকভাবে অসুস্থ ছিলেন। সাংসারিক টুকিটাকি বিষয় নিয়ে রেগে যেতেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে দেন। পরে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ছিটকিনি ভেঙে তারা দেখতে পান, গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছেন মাহি।

মাহি কুমিল্লা সদর দক্ষিণ থানার দৈয়ারা গ্রামের হুমায়ন কবিরের মেয়ে। তার স্বামীর নাম আব্দুস ছালাম। বর্তমানে কদমতলীর খানকাহ শরিফ রোডের জাহাঙ্গীরের বাড়ির ভাড়া বাসায় থাকতেন। 

একই দিন রাতে দক্ষিণ যাত্রাবাড়ী প্রফেসর বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া আয়েশা বেগমের (২৪) মরদেহ উদ্ধার কর পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে স্ত্রী আয়েশা অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মারা যান বলে স্বজনদা দাবি করছেন। 

আয়শা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. হানিফের মেয়ে। তার স্বামীর নাম নাজমুল শিমুল। 

/এআইবি/এবি/এফএস/
সম্পর্কিত
সড়ক ছেড়েছেন বিডিআর সদস্যরা, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক সোমবার
সাবেক ডিআইজি বাতেনের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ
সিএমপির সাবেক কমিশনার কারাগারে, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
সর্বশেষ খবর
হিউম্যান মেটানিউমোভাইরাস: নতুন মহামারির প্রাদুর্ভাব নাকি অতিরঞ্জন?
হিউম্যান মেটানিউমোভাইরাস: নতুন মহামারির প্রাদুর্ভাব নাকি অতিরঞ্জন?
অপারেশন ডেভিল হান্ট: চতুর্থ দিনে গ্রেফতার ৫৯১, মোট ২৮৬৫
অপারেশন ডেভিল হান্ট: চতুর্থ দিনে গ্রেফতার ৫৯১, মোট ২৮৬৫
বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কারও চান্স নেই: নজরুল ইসলাম খান 
বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কারও চান্স নেই: নজরুল ইসলাম খান 
সড়ক ছেড়েছেন বিডিআর সদস্যরা, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক সোমবার
সড়ক ছেড়েছেন বিডিআর সদস্যরা, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক সোমবার
সর্বাধিক পঠিত
শুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
বাড়িতে আগুনের পর কাফির আক্ষেপ‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত