প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর উল্লসিত বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন গণভবনে হামলা চালায়।
সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা গণভবন দখল করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করে এবং লুট করে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে গণভবন থেকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাওয়ার ছবি ও ভিডিও দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, গণভবনের সভাকক্ষে বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্যে মেতেছে বিক্ষোভকারী জনতা। এ ছাড়া চেয়ার, সোফা, এসি, ফ্রিজ, লাইট, ফ্যান, ঘড়ি, কাগজ, কম্পিউটার, রাউটার, দেয়ালিকা এবং কাপড়চোপড় থেকে শুরু করে সবকিছু নিয়ে বের হয় তারা।