X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য

আগস্টে সাম্প্রদায়িক সহিংসতায় ৯ মৃত্যু, ধর্ষণ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩

এ বছরের গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশের জেলা ও মহানগর মিলিয়ে ৭৬টি জায়গার মধ্যে ৬৮টি জায়গায় সাম্প্রদায়িক হামলা ও নাশকতার তথ্য তুলে ধরেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা জানায়, এই সময়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় ৯ জনকে হত্যা; চার জনকে ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণ; ৬৯টি উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ৯১৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ; ৯৫৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ; বসতবাড়ি দখল একটি; ৩৮টি শারীরিক নির্যাতন এবং২১টি জমি/ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত ‘৪ আগস্ট ২০২৪ থেকে ২০ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়কালে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার চালচিত্র’ উপস্থাপনের জন্য সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও।

তিনি বলেন, এই সময়ে ২০১০টি সাম্প্রদায়িক সহিংসতায় ১৭০৫টি পরিবারের সদস্যরা সরাসরি আক্রান্ত হয়েছেন। ১৫৭টি পরিবার রয়েছে যাদের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া সহিংসতার শিকার ১৭০৫টি পরিবারের মধ্যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে, যেখানে চার জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, এর মধ্যে এক জন বাকপ্রতিবন্ধী।

সাম্প্রদায়িক সহিংসতার শিকার ১৭০৫টি পরিবারের মধ্যে ৩৪টি আদিবাসী সম্প্রদায়ের পরিবার রয়েছে, যাদের বসতবাড়িতে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি পরিবারের জমি জবরদখল করা হয়েছে। একই সময়ের মধ্যে ৬৯টি উপাসনালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি বিভাগেই এ ঘটনা ঘটেছে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের উপাসনালয় ও লোকজন আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় ৫০ হাজার নর-নারী, বৌদ্ধ ও খ্রিস্টান কিশোর-কিশোরী, শিশু ওপ্রতিবন্ধি মানুষ সরাসরি আক্রান্ত আক্রান্ত হয়েছে এবং সারা দেশে আনুমানিক ২ কোটি ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠী বর্তমানে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছেন।

দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে খুলনা বিভাগে, ৮১০টি। রাজশাহী বিভাগে ২৯৭টি, রংপুর বিভাগে ২৭১টি, ময়মনসিংহ বিভাগে ২২৪টি, ঢাকা বিভাগে ১৬০টি, চট্রগ্রাম বিভাগে ১০০টি, বরিশাল বিভাগে ৮৬টি ও সিলেট বিভাগে ৬২টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, শেখ হাসিনার সরকার পতনেরপর দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে, যা এর পরেও অব্যাহত থাকে। এখনও রয়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে টার্গেটকরে সমাজের এক শ্রেণির সুযোগসন্ধানী দুর্বৃত্ত দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যার ঘটনা ঘটিয়েছে। জোরপূর্বক জায়গা-জমি দখল করা হয়েছে, হচ্ছে। কোথাও কোথাও নারীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। চাঁদাবাজি করা হয়েছে, হচ্ছে নয়তোবা দেশত্যাগের হুমকিও দেওয়া হয়েছে, হচ্ছে।

এসময় সংবাদ সম্মেলন থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংস ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধেদায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে চলমান সাম্প্রদায়িক সহিংসতার অবসান, দোষীদের গ্রেফতার ওশাস্তির দাবিতে ২১ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

এসময় ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায়  ৮ দফা জানানো হয়। তাদের দাবিগুলো হলো:

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা; জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণআইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলভুক্তভোগীদের বরাবরে অনতিবিলম্বে প্রত্যর্পণ করা; জনসংখ্যার আনুপাতিক হারে সরকারে, সংসদে, জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা; দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে আইন প্রণয়ন করা হউক (ইতোমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত); বৈষম্যবিলোপ আইন প্রণয়ন করা (ইতোমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত); পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং তিন পার্বত্যজেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা; এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয়দূর্গাপূজায় অষ্টমী থেকে দশমী-এ তিন দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় এক দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে'তে ১দিন সরকারি ছুটি ঘোষণা করা।

বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে প্রস্তাবনাও জানানো হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের পক্ষ থেকে।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

 

/এএজে/এফএস/
সম্পর্কিত
‘শিরক’ আখ্যা দিয়ে বটগাছ কর্তন: মালিক বললেন, ‘বিক্রি করে দিয়েছি’
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
দেশীয় অস্ত্রের যত্রতত্র ব্যবহার বন্ধসহ ৫ দাবি জাকের পার্টি ছাত্রফ্রন্টের 
সর্বশেষ খবর
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা