X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

হিজরত নিয়ে কটূক্তি করায় শিশির ভট্টাচার্যের শিক্ষকতা বাতিলের দাবি

ঢাবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসুল(সা.)’র হিজরত নিয়ে মানহানিকর পোস্ট করার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্যের শিক্ষক পদ বাতিল ও তার ফাঁসির দাবিতে সমাবেশ করেছে শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।

বৃহস্পতিবার( ১২ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তারা এসব দাবি জানায়।

সমাবেশে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, গত ১১ ডিসেম্বর  রাতে ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের হিন্দুত্ববাদী শিক্ষক শিশির ভট্টাচার্য তার ফেসবুক পেইজে আমাদের প্রিয় নবিজি (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার ঐতিহাসিক হিজরত নিয়ে জঘন্যতম কটূক্তি করে। এর আগে গত ২৩ অক্টোবরও সে একই বিষয় নিয়ে কটূক্তি করে।

শিক্ষার্থীরা বলেন, হিন্দুত্ববাদী শিক্ষক শিশির ভট্টাচার্য বহুদিন ধরে ফ্যাসিস্টদের ছত্রছায়ায় দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি করে আসছিলো। তবে এখন সে বিদেশে পালিয়ে পুনরায় কটূক্তি শুরু করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এখনও তার শিক্ষক পদ বহাল আছে। কাজেই, আমাদের প্রথম দাবি হচ্ছে, তার শিক্ষকত্ব বাতিল করে ঢাবি কর্তৃপক্ষকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

স্টুডেন্টস ফর সভারেন্টির নেতারা বলেন, সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। কাজেই, রাষ্ট্রধর্ম ইসলাম এবং এর সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে অবমাননা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তাই কেউ যদি রাষ্ট্রধর্ম কিংবা প্রিয় নবিজি ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার এবং উনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও বিষয়ের মানহানিকর বক্তব্য, বিবৃতি, লেখনী ইত্যাদি প্রকাশ করে, বলে বা লেখে— তবে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

এসময় আন্দোলনকারীরা দুই দফা দাবি পেশ করেন। দাবি দুটি হলো—

১. শিশির ভট্টাচার্যের শিক্ষকত্ব বাতিল করে ঢাবি কর্তৃপক্ষকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

২. সংবিধানের মধ্যে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিষয়টি সর্বাগ্রে, সর্বোচ্চ মর্যাদায়, সবার উপরে রাখতে হবে এবং উনার আদর্শ কেন্দ্রিক সংবিধান সংস্কার করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন— স্টুডেন্ট ফর সভারেন্টির নেতা মুহম্মদ জিয়াউল হক, শাকিল মিয়া, মুহিউদ্দিন রাহাত, রাফসান, সাইদুলসহ আরও অনেকে।

/এমকেএইচ/
সম্পর্কিত
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
উত্তরায় ঢাবির বাস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫
উত্তরায় ঢাবির বাসে হামলা, ছাত্র সংগঠনগুলোর নিন্দা
সর্বশেষ খবর
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’