রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় রেস্টুরেন্টের মালিকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান।
এসআই বলেন, এ ঘটনায় এরইমধ্যে একটি মামলা হয়েছে। মামলায় লাভলীন রেস্টুরেন্টে মালিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অপরজন আলামত নষ্ট করতে চেয়েছিলেন। তাদের আদালতে পাঠানো হবে।
এর আগে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
উত্তরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন না নিয়েই ব্যবসা চালিয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লাভলীন রেস্টুরেন্ট। ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা।