X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কুকুর-বিড়াল হত্যা: জাপান গার্ডেন সিটির সভাপতিসহ ৬ জনের নামে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:০৯

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে বিষপ্রয়োগে হত্যার ঘটনায় হাউজিংটির সভাপতি আব্দুস সালামসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অন্য আসামিরা হলেন– জাপান সিটি গার্ডেনের সেক্রেটারি শাহ নুর, সহ-সভাপতি ইয়াহইয়া, সদস্য আরিফ, শাহ আলম ও কাজল। 

রবিবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে চারটি প্রাণী সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল এ মামলা করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, জাপান সিটি গার্ডেনের সভাপতি ও সেক্রেটারির পরিকল্পনায় অন্য আসামিরা গার্ডেনের কুকুর ও বিড়ালগুলো মেরে ফেলার পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে গত বছরের ২২ নভেম্বর রাত ৯টায় বিড়াল ও কুকুরদের খাবারে বিষ মিশিয়ে দেন। বিষের প্রভাবে বিড়াল ও কুকুর এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে তাদের মুখ দিয়ে রক্ত বমি বের হয়। এরপর যন্ত্রণায় অস্থির হয়ে ১০টি কুকুর ও একটি বিড়াল মারা যায়।

মামলার প্রসঙ্গে বাদী রাকিবুল হক এমিল বলেন, ‘কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে। একটি অপরাধ সংঘঠিত হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছেন, সেহেতু পিবিআইর মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের চাওয়া।’

আইনজীবী জাকির হোসেন বলেন, ‘গত বছরে ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে হত্যার ঘটনায় আজ আদালতে মামলা দায়ের করা হয়। আজ মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আশা করি, প্রাণী হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের হত্যা বন্ধ হবে।’

আরও পড়ুন...

জাপান গার্ডেন সিটিতে প্রাণী হত্যা, আইনি পদক্ষেপের উদ্যোগ

 

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’