X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

দাবি-দাওয়ায় স্থবির ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

জুবায়ের আহমেদ
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২

এমনিতেই জনবহুল ঢাকা শহরের সড়কগুলোতে যানবাহনের গতি ধীর। তার ওপর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একের পর এক আন্দোলনে একরকম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাদের দাবি আদায়ে লাগাতার আন্দোলন করেই যাচ্ছে। এসব দাবি আদায়ে আন্দোলনকারীরা কখনও সড়ক অবরোধ করছেন, কখনও আবার সচিবালয়সহ বিভিন্ন উপদেষ্টার কার্যালয় এসে জড়ো হচ্ছেন। এমনকি বাদ যাচ্ছে না প্রধান উপদেষ্টার বাসভবনও। কারণে- এসব কারণে রাজধানীর জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পরিসংখ্যান বলছে, মাত্র ছয় মাসে অন্তর্বর্তী সরকারকে ১৩৬টি আন্দোলন সামলাতে হয়েছে এবং প্রতিদিনই এই তালিকা দীর্ঘ হচ্ছে। এর মধ্যে কোনও কোনও দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও অনেক ক্ষেত্রে সরকার নিরব ভূমিকা পালন করছে।

বিক্ষোভ-অবরোধে বিপর্যস্ত নগরজীবন

গত কয়েকদিনে রাজধানীতে অন্তত ২০টি বড় ধরনের বিক্ষোভ, মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। শুধু রবিবার (২ ফেব্রুয়ারি) অন্তত পাঁচ-ছয়টি পৃথক দাবিতে আন্দোলনকারীরা রাস্তায় নেমেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের পর সাত কলেজ শিক্ষার্থীরা আশ্বাস পেলেও এবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রবিবারও মহাখালী, গুলশান ও এয়ারপোর্ট সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে গত দুই দিন ধরে বিভিন্ন সড়ক অবরোধ করা হচ্ছে। শনিবার রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক আটকে দেওয়ার পর রবিবারও শিশুমেলা মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা, ফলে শ্যামলি-আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর ১২টায় চাকরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্ট মাজার চত্বরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্য ও তাদের পরিবার। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণে তারা চাকরি হারিয়েছেন।

এদিকে, বিকাল ৩টায় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের ‘সেইফ এক্সিট’ দেওয়ার প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে। তবে হাইকোর্ট মাজার গেটে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়।

এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনেও প্রতিদিন বিভিন্ন সংগঠনের আন্দোলন চলছে, যার ফলে তোপখানা সড়ক প্রায় প্রতিদিনই যানজটের কবলে পড়ছে।

ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো একের পর এক অবরোধের কবলে পড়ায় নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসগামী মানুষ, রোগী পরিবহনসহ সবাই ভোগান্তিতে পড়ছেন। কেউ দীর্ঘ যানজটে আটকে থেকে মেজাজ হারাচ্ছেন, কেউ ক্ষোভ উগড়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নাগরিকদের প্রশ্ন—সব দাবি কি যৌক্তিক? কতগুলো দাবি বাস্তবায়নযোগ্য? কেন সরকার এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? রাজধানীবাসী যখন প্রতিদিন রাস্তায় নাকাল হচ্ছে, তখন পরিস্থিতি সামাল দিতে সরকার কী পদক্ষেপ নেবে, তা নিয়ে জনমনে উৎকণ্ঠা বাড়ছে।

উত্তরা থেকে গুলশানে অফিস করেন সুলতান মাহমুদ। তিনি বলেন, আজ সকালে ইজতেমার জন্য জ্যামটা স্বাভাবিক। কিন্তু এরপর তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একবার গুলশান এক নম্বর অবরোধ, আরেকবার মহাখালী অবরোধ। পুরো এলাকা মোটামুটি কলাপস করেছে। সাধারণ মানুষ অনেকে হেঁটেই রওনা দিয়েছেন।

বিরক্ত প্রকাশ করে মহাখালীতে বাসে আটকে থাকা যাত্রী রজব মিয়া বলেন, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে আছি। এই ঘটনা শুধু আজকের হলে তাও মানা যেতো। প্রায় দিনই কোথাও না কোথাও আন্দোলনের নামে রাস্তা অবরোধ। সাধারণ মানুষ যাবে কোথায়? এই ভোগান্তি কতদিন চলবে?

/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে এক দিনে গ্রেফতার ১৯৬
গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন আন্তোনিও গুতেরেসের
ফুটপাত দখল করে ব্যবসা চালালে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
স্বর্ণের দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি
স্বর্ণের দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি
ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেফতার চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের
ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেফতার চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের
দুটি পাঞ্জাবি বিক্রেতা প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
দুটি পাঞ্জাবি বিক্রেতা প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
রাজধানীতে এক দিনে গ্রেফতার ১৯৬
রাজধানীতে এক দিনে গ্রেফতার ১৯৬
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, ৫০০ কোটি টাকা বিক্রির আশা
ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, ৫০০ কোটি টাকা বিক্রির আশা