X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

নিয়োগের নিশ্চয়তা নিয়ে রাজপথ ছাড়তে চান প্রাথমিকের সুপারিশপ্রাপ্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

আগামীকাল বুধবার দুপুরের মধ্যে নিয়োগ নিশ্চয়তা না পেলে অবস্থান কর্মসূচির পাশাপাশি কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন নিয়োগপ্রার্থীরা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে নিয়োগের নিশ্চয়তার আল্টিমেটাম দিয়ে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন জান্নাতুল নাঈম সুইটি ও ফাহমিদা রোজী।

এর আগে দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সচিবালয়ে বৈঠকে যান নিয়োগ প্রত্যাশীদের প্রতিনিধি জান্নাতুল নাঈম সুইটি, তালুকদার পিয়াস, নওরীন আক্তার, শামিমা আক্তার, মালা বোস ও শাহরিয়ার আজিম।

জান্নাতুল নাঈম সুইটি সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, নিয়োগের নিশ্চয়তা ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না। আগামীকাল বেলা ১২টার মধ্যে নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। আইনগত জটিলতা নিরসন করে নিয়োগের ব্যবস্থা নিতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং সচিবের সঙ্গে কথা বলেছি তারা আমাদের আশ্বাস দিয়েছেন।

জান্নাতুল নাঈম সুইটি বলেন, আদালতের রায়ে আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এই রায় যদি বাতিল করা না হয়, রাষ্ট্র যদি এই রায় বাতিলের ব্যবস্থা না করে তাহলে এই আন্দোলন আরও কঠিন হবে। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদান নিশ্চিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করবো না।

আমাদের সচিবালয়ে ডাকা হয়েছিলো। আমরা প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, বলেছেন আমরা আপনাদের জন্য বসে থাকেনি। আদালতের রায় বাতিলের জন্য আমরা আপিল করেছি। উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ৬ হাজার ৫৩১ জনের একজনকেও বাদ দেওয়া হবে না। কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাস রাখতে পারছি না। আগেও আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা নিয়োগের নিশ্চয়তা নিয়ে ফিরতে চাই।’

নিয়োগপ্রার্থীদের প্রতি মানবিক দৃষ্টিকোন থেকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে হস্তক্ষেপ করার অনুরোধ জানান জান্নাতুল নাঈম সুইটি।

আন্দোলনকারীরা জানান, রাতে প্রেসক্লাব এলাকায় থেকে পরদিন সকালে আবার শহবাগে আন্দোলন কর্মসূচি শুরু করা হবে। কোনও কারণে আন্দোলনের স্থান পরিবর্তন হলেও অবস্থা কর্মসূচি চলবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের পর নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
রাবি উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত, নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত
ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’