আগামীকাল বুধবার দুপুরের মধ্যে নিয়োগ নিশ্চয়তা না পেলে অবস্থান কর্মসূচির পাশাপাশি কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন নিয়োগপ্রার্থীরা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে নিয়োগের নিশ্চয়তার আল্টিমেটাম দিয়ে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন জান্নাতুল নাঈম সুইটি ও ফাহমিদা রোজী।
এর আগে দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সচিবালয়ে বৈঠকে যান নিয়োগ প্রত্যাশীদের প্রতিনিধি জান্নাতুল নাঈম সুইটি, তালুকদার পিয়াস, নওরীন আক্তার, শামিমা আক্তার, মালা বোস ও শাহরিয়ার আজিম।
জান্নাতুল নাঈম সুইটি সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, নিয়োগের নিশ্চয়তা ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না। আগামীকাল বেলা ১২টার মধ্যে নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। আইনগত জটিলতা নিরসন করে নিয়োগের ব্যবস্থা নিতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং সচিবের সঙ্গে কথা বলেছি তারা আমাদের আশ্বাস দিয়েছেন।
জান্নাতুল নাঈম সুইটি বলেন, আদালতের রায়ে আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এই রায় যদি বাতিল করা না হয়, রাষ্ট্র যদি এই রায় বাতিলের ব্যবস্থা না করে তাহলে এই আন্দোলন আরও কঠিন হবে। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদান নিশ্চিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করবো না।
আমাদের সচিবালয়ে ডাকা হয়েছিলো। আমরা প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, বলেছেন আমরা আপনাদের জন্য বসে থাকেনি। আদালতের রায় বাতিলের জন্য আমরা আপিল করেছি। উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ৬ হাজার ৫৩১ জনের একজনকেও বাদ দেওয়া হবে না। কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাস রাখতে পারছি না। আগেও আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা নিয়োগের নিশ্চয়তা নিয়ে ফিরতে চাই।’
নিয়োগপ্রার্থীদের প্রতি মানবিক দৃষ্টিকোন থেকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে হস্তক্ষেপ করার অনুরোধ জানান জান্নাতুল নাঈম সুইটি।
আন্দোলনকারীরা জানান, রাতে প্রেসক্লাব এলাকায় থেকে পরদিন সকালে আবার শহবাগে আন্দোলন কর্মসূচি শুরু করা হবে। কোনও কারণে আন্দোলনের স্থান পরিবর্তন হলেও অবস্থা কর্মসূচি চলবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের পর নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।