X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান কর্মসূচি প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীরা অষ্টম দিনের আন্দোলন করবেন শাহবাগে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আন্দোলন শুরু হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে আন্দোলন চলাকালে এ ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয় মবিবুল্লাহ জানান, জাস্টিস ফর টিচার, লং মার্চ টু ঢাকা বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেওয়া হয়েছে।

বুধবার দুপুরের মধ্যে নিয়োগ নিশ্চয়তা না পেলে অবস্থান কর্মসূচির পাশাপাশি কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন নিয়োগপ্রার্থীরা। সেখানে নিয়োগপ্রত্যাশীদের দুই প্রতিনিধি জান্নাতুল নাঈম সুইটি ও ফাহমিদা রোজী বুধবার দুপুর ১২টার মধ্যে নিয়োগের নিশ্চয়তার আল্টিমেটাম দিয়ে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সচিবালয়ে বৈঠকে যান নিয়োগ প্রত্যাশীদের প্রতিনিধি জান্নাতুল নাঈম সুইটি, তালুকদার পিয়াস, নওরীন আক্তার, শামিমা আক্তার, মালা বোস, শাহরিয়ার আজিম।

জান্নাতুল নাঈম সুইটি বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, নিয়োগের নিশ্চয়তা ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। আইনগত জটিলতা নিরসন করে নিয়োগের ব্যবস্থা নিতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের নিশ্চয়তা দিতে হবে। আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং সচিবের সঙ্গে কথা বলেছি তারা আমাদের আশ্বাস দিয়েছেন।

জান্নাতুল নাঈম সুইটি বলেন, ‘আদালতের রায়ে আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। যদি এই অবান্তর রায় বাতিল করা না হয়, রাষ্ট্র যদি এই রায় বাতিলের ব্যবস্থা না করে তাহলে এই আন্দোলন আরও কঠিন হবে। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদান নিশ্চিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করবো না।’

তিনি বলেন, ‘আমাদের সচিবালয়ে ডাকা হয়েছিল। আমরা প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন। বলেছেন, আমরা আপনাদের জন্য বসে থাকিনি। আদালতের রায় বাতিলে আমরা আপিল করেছি। উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ৬ হাজার ৫৩১ জনের একজনকেও বাদ দেওয়া হবে না। কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাস রাখতে পারছি না। আগেও আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা নিয়োগের নিশ্চয়তা নিয়ে ফিরতে চাই।’  

নিয়োগপ্রার্থীদের প্রতি মানবিক দৃষ্টিকোন থেকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের অনুরোধ জানান জান্নাতুল নাঈম সুইটি।

গত ৬ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া নিয়োগ প্রত্যাশীরা। সোমবার পুলিশি নির্যাতনের পর তারা আন্দোলন অব্যাহত রেখেছেন।

৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তারও আগে গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
চাকরি স্থায়ীকরণের দাবি না মানলে কর্মবিরতির ঘোষণা রেলওয়ের গেটকিপার-গেটম্যানদের
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
মেট্রোরেল স্টাফদের লাঞ্ছনার অভিযোগ, বিচারের দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি 
সর্বশেষ খবর
ইনজুরি টাইমের গোলে ১০ জনের নেদারল্যান্ডসকে জিততে দিলো না স্পেন
ইনজুরি টাইমের গোলে ১০ জনের নেদারল্যান্ডসকে জিততে দিলো না স্পেন
টিভিতে আজকের খেলা (২১ মার্চ, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ মার্চ, ২০২৫)
এমবাপ্পের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার জয় দেখলো ফ্রান্স
এমবাপ্পের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার জয় দেখলো ফ্রান্স
পিছিয়ে পড়েও ইতালিকে হারালো জার্মানি
পিছিয়ে পড়েও ইতালিকে হারালো জার্মানি
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত