X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
ঢাবি ছাত্রীকে হেনস্তা

অভিযুক্তকে চাকরিতে বহাল রাখলে ক্লাস-পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আইনের শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি 
০৭ মার্চ ২০২৫, ০০:২৯আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০০:৪১

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের বই বাঁধাইয়ের কাজ করা মোস্তফা আসিফকে চাকরিতে বহাল রাখলে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (সন্ধ্যায়) আইন বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী শাহবাগ জাতীয় জাদুঘর হতে ক্যাম্পাসে পৌঁছানোর পথে রাজু ভাস্কর্যের সামনে মোস্তফা আসিফ অর্ণব তার গতিরোধ করে। সে ওই নারী শিক্ষার্থীকে ‘পর্দা করেনি কেন’, ‘ওড়না ঠিক নেই কেন’সহ কুরুচিপূর্ণ মন্তব্যসহ উত্ত্যক্ত করে। এমন বিব্রতকর পরিস্থিতিতে ভুক্তভোগী তার পরিচয় জানতে চেয়ে প্রক্টরকে ফোন করতে উদ্যত হলে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় তাকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে এলে সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে সহকারী বাইন্ডার হিসেবে কর্মরত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভুক্তভোগী মামলা দায়ের করে অভিযুক্তকে শাহবাগ থানায় সোপর্দ করে। একই দিন রাত ১টায় ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামের সংগঠন ফেসবুকে ঘোষণা দিয়ে ঢাকা ও তার আশেপাশের এলাকা হতে লোক জড়ো করে শাহবাগ থানায় মব সৃষ্টি করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পায়তারা করে। পাশাপাশি ভুক্তভোগীকে, ‘শাহবাগী’, ‘প্রস্টিটিউট’ আখ্যা দিয়ে ক্রমাগত শ্লীলতাহানি করতে থাকে। অনলাইনেও তাকে নানাভাবে হুমকি প্রদর্শন চলমান থাকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে আইন বিভাগের শিক্ষার্থীদের নজরে এসেছে যে মামলা তুলে নিতে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগীকে প্ররোচিত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমত, তার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ; দ্বিতীয়ত, ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়ার অন্তরায়; তৃতীয়ত, অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও আনুষঙ্গিক অন্যান্য প্রমাণাদি থাকা সত্ত্বেও তাকে চাকরিতে বহাল তবিয়তে রাখার পায়তারা করছে। এরূপ হীন প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে আমরা সুষ্ঠু তদন্ত ও তদন্ত শেষে দোষী সাপেক্ষে (অভিযুক্তকে) স্থায়ী বহিষ্কারের দাবি জানাই। 

আরও বলা হয়, যদি এমন নিপীড়ককে অন্যায়ভাবে চাকরিতে বহাল তবিয়তে রাখার চেষ্টা করা হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে সব ক্লাস-পরীক্ষা বর্জন করবে এবং আজ এই মূহূর্ত হতে মোস্তফা আসিফ অর্ণবকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এছাড়াও বিভাগে চলমান সব নিপীড়ন বিষয়ক তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিল অথবা কোন পর্যায়ে আছে তা অভিযোগকারীকে অবহিত করার দাবিও জানান তারা।

/আরআইজে/
সম্পর্কিত
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
উত্তরায় ঢাবির বাস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫
উত্তরায় ঢাবির বাসে হামলা, ছাত্র সংগঠনগুলোর নিন্দা
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি