আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ নারী কর্মীদের মাধ্যমে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (৮ মার্চ) নারীদের সমন্বয়ে বিশেষ ফ্লাইটটি সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি সংহতি প্রকাশ করে জাতীয় পতাকাবাহী এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
পাঁচ জন নারী কেবিন ক্রু সদস্যসহ ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নির্দেশনায় ঢাকা-ব্যাংকক-ঢাকা বিশেষ ফ্লাইট বিজি-৩৮৮ পরিচালিত হচ্ছে।