পবিত্র রমজান মাসে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠপর্যায় র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।
সোমবার (১০ মার্চ) র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছে। পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান র্যাবের কর্মকর্তাদের জনসারণের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভেজাল খাবার বিপনন এবং অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি রোধে র্যাব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র্যাব জানায়, রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ব্যাটালিয়নসমূহ তাদের নিজ নিজ এলাকায় টহল টিম ও বিশেষ চেকপোস্ট মোতায়েন করেছে। এছাড়া রোবস্ট পেট্রোল, ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল টিমও সক্রিয় রয়েছে।
মার্কেট নিরাপত্তা: রমজান মাসে অধিক জনসমাগম হওয়ার কারণে বিভিন্ন মার্কেট ও বাজারে ছিনতাই, চাঁদাবাজি ও চুরি রোধে টহল কার্যক্রম চলছে। ইফতার ও তারাবির নামাজের সময় গাড়ি চুরি রোধেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঈদ পূর্ব নিরাপত্তা: ঈদের আগে বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও সংলগ্ন এলাকায় যাত্রী হয়রানী, কালোবাজারী এবং অতিরিক্ত যাত্রীবহন রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সাইবার নিরাপত্তা: ভার্চুয়াল জগতে গুজব, উস্কানিমূলক তথ্য এবং মিথ্যা তথ্য ছড়ানো রোধে র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে।
মহিলাদের নিরাপত্তা: মার্কেট ও বাজারে মহিলাদের উত্যক্তকরণ এবং ইভটিজিং রোধে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি হেনস্থার শিকার হন, তবে র্যাবকে জানাতে আহ্বান জানানো হয়েছে।
যৌথ অভিযান: প্রতারণা ও চাঁদাবাজি রোধে র্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করছে।
পরিদর্শন ও নির্দেশনা: র্যাবের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিতভাবে ফোর্সেসের কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করছেন, যাতে পবিত্র রমজান মাসে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হয়।
পবিত্র রমজান মাসে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেছে র্যাব।