X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

‘গাজায় ইসরায়েলের আগ্রাসন পুঁজিবাদী, ধর্মীয়ভাবে ব্যাখ্যা করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৭:০৯আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৭:০৯

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যে আগ্রাসন সেটা সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের আগ্রাসন। এটা ধর্মীয়ভাবে ব্যাখ্যা করা যাবে না। ধর্মীয়ভাবে আগ্রাসন মোকাবিলা সম্ভব হলে সৌদি আরবসহ আরব দেশগুলো নিষ্ক্রিয় ভূমিকা পালন করতো না এবং সাম্রাজ্যবাদের সহযোগী ভূমিকা পালন করতো না। পুঁজিবাদ, সম্রাজ্যবাদকে বিদায় না করা গেলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ বলেন, ‘গাজায় কয়েকদিন আগে একটা যুদ্ধবিরতির নাটক হয়। অনেকেই বলছিলেন, ট্রাম্প ক্ষমতায় এসে বাইডেনের সমালোচনা করেছেন এবং বাইডেন যেহেতু সরাসরি এই যুদ্ধে ইসরাইলকে সমর্থন করেছেন ট্রাম্প এসে যুদ্ধের অবসান ঘটাবেন। ট্রাম্প যেহেতু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা বলছেন, সেহেতু ফিলিস্তিনের পক্ষেও তার একই ভূমিকা থাকবে। কিন্তু কাগজে-কলমে যুদ্ধ বিরতির ওপর ভরসা করে অনেক নারী-শিশু গাজায় ফিরে আসে। নতুন করে এই ধ্বংসস্তুপে জীবন খোঁজার চেষ্টা করে। তখনই ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু পরিষ্কার আলাপ-আলোচনা করে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে আবার বর্বর হামলা শুরু করেছে।’

তিনি বলেন, ‘ট্রাম্প মার্কিন সাম্রাজ্যবাদের সর্বশেষ আত্মস্বীকৃত দুর্বৃত্ত হিসেবে ভূমিকা পালন করছে। ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনে হামলা সম্ভব হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সমর্থনের কারণে। মার্কিন সাম্রাজ্যবাদের কৌশলগত স্বার্থের কারণে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের যে আগ্রাসন সেটা হলো সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের আগ্রাসন। ধর্মীয়ভাবে এটা ব্যাখ্যা করা যাবে না। ধর্মীয়ভাবে যদি আগ্রাসন মোকাবিলা সম্ভব হতো তাহলে সৌদি আরবসহ আরব দেশগুলো নিষ্ক্রিয় ভূমিকা পালন করতো না, সাম্রাজ্যবাদের সহযোগী ভূমিকা পালন করতো না। আজ মার্কিন সাম্রাজ্যবাদের একহাত যদি হয় ইসরায়েল, তাহলে আরেক হাত আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব। তাদের নিষ্ক্রিয়তার ফলেই ইসরায়েলের পক্ষে মার্কিন সাম্রাজ্যবাদের সহায়তায় এমন বর্বর হত্যাযজ্ঞ চালানো সম্ভব হয়েছে।’

আনু মুহাম্মদ বলেন, ‘জাতিসংঘ সম্পূর্ণ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘ এখনও মার্কিন সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় বিশ্বাসী। এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার পতন না হলে সারা বিশ্বের কোনও মানুষ, কোনও অঞ্চল নিরাপদ নয়। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য, যদি বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর করতে হয়, তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে যুগপৎভাবে অগ্রসর করতে হবে।’

ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশের আহ্বায়ক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড চলছে, গতকাল এই সংখ্যা ছিল ৪১৩ জন, আজ ১ হাজারে পৌঁছেছে। এর পেছনে যে মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন আছে এটা স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের কারণে আজ এই নৃশংস ঘটনা ঘটছে। আমাদের কাছে এটা পরিস্কার, এই গণহত্যা সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী গণহত্যা।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আজ এই বাংলাদেশে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, জায়নবাদের বিরুদ্ধে আমাদের লড়াই তীব্র এবং শক্তিশালী করতে হবে। ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশের ব্যানারে কাল হোক বা পরশু গোটা বাংলাদেশে যেন প্রতিবাদ মিটিং-মিছিল ঘোষণা করা হয়।’

সমাবেশ থেকে ফিলিস্তিন সংহতি কমিটির পক্ষে ডা. হারুন উর রশীদ আগামী রবিবার সারা দেশে ফিলিস্তিনে সাম্রাজ্যবাদী ও জায়নবাদী হামলার প্রতিবাদে বিক্ষোভের আহ্বান জানান।

সমাবেশে আরও ছিলেন– বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।

সমাবেশ শেষে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে পল্টনের দিকে যান।

/এএজে/আরকে/
সম্পর্কিত
চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঘন ঘন দুর্ঘটনার কারণে সড়ক খুঁড়ে প্রতিবাদ
গাজায় ত্রাণ বন্ধের অভিযোগবিশ্ব আদালতের শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল
সর্বশেষ খবর
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, আদালতের সমন জারি
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, আদালতের সমন জারি
আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করবো: মির্জা ফখরুল
আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করবো: মির্জা ফখরুল
ম্যাক্সওয়েলের আইপিএল হয়তো শেষ!
ম্যাক্সওয়েলের আইপিএল হয়তো শেষ!
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি