X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

ঈদযাত্রায় সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রী কম বাস টার্মিনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৩:২৪আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৩:২৪

দ্বিতীয়দিনের ঈদযাত্রা শুরু হয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এদিন প্রথম রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। তবে এখনও স্টেশনে বাড়ি ফেরা মানুষদের তেমন ভিড় নেই। ফলে যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে প্রতিটি প্ল্যাটফর্মেই যাত্রীদের উপস্থিতি ছিল। শুরুর প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। সময় ধরে ট্রেন চলায় যাত্রীদের মধ্যে স্বস্তি ছিল। এদিকে অনলাইনে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আজ মিলছে ৪ এপ্রিলের ফিরতি টিকিট।

মঙ্গলবার (২৫ মার্চ) সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। প্ল্যাটফর্মে টিকিটবিহীন প্রবেশ বন্ধে কয়েক স্তরের চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, ফলে যাত্রীদের জন্য স্বস্তিকর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। যাত্রীরা বিনা ঝামেলায় ট্রেনে উঠতে পারছেন।

ঈদযাত্রায় সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রী কম বাস টার্মিনালে বরাবরের মতো বাংলাদেশ রেলওয়ে এবারও ঈদযাত্রায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিনা টিকিটে যাত্রী প্রতিরোধে ও স্টেশনে নিরাপত্তা জোরদার করতে দেশব্যাপী বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থাকছে।

অন্যদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিন্ন চিত্র। খোঁজ নিয়ে জানা যায়, মহাখালী, গাবতলীসহ অন্যান্য বাস টার্মিনালগুলোতে নেই অতিরিক্ত যাত্রীর চাপ। বেশিরভাগ কাউন্টারই ফাঁকা। অল্প সংখ্যক যাত্রী নিয়ে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগেভাগে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরে গেছেন। দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন, ফলে চাপ কমেছে। পরিবহন সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে যাত্রীর চাপ বাড়তে পারে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
ময়মনসিংহে ট্রেন আটকে বাকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট