রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে দুই দিনে ৩ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার (৮ ও ৯ মে) ওই অভিযান চালানো হয়।
শনিবার (১০ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীতে যান চলাচল নির্বিঘ্ন ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিতভাবে ট্রাফিক আইনলঙ্ঘকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতি ও শুক্রবার অভিযান চালিয়ে ৩ হাজার ৫৯২টি মামলা দেওয়া হয়েছে। এ সময় ৪২৪টি গাড়ি ডাম্পিং এবং ১৪৯টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/এবি/আরকে/