X
রবিবার, ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

মেট্রোরেলে আসছে ইউনিভার্সেল টিকিট, ডেবিট-ক্রেডিট কার্ডে ভাড়া পরিশোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুন ২০২৫, ১৫:৫৫আপডেট : ২৪ জুন ২০২৫, ১৫:৫৫

মেট্রোরেল যাত্রীদের জন্য টিকিট কাটার পদ্ধতিকে সহজ ও আধুনিক করতে ‘ইউনিভার্সেল টিকিটিং সিস্টেম’ (ইউটিএস) চালুর প্রস্তুতি নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা সরাসরি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড পাঞ্চ করেই ভাড়া পরিশোধ করতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও একক যাত্রার টিকিট কেনা যাবে।

ডিএমটিসিএলের একটি সূত্র জানিয়েছে, ইউটিএস চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো, সফটওয়্যার স্থাপনসহ সব কার্যক্রম শেষ করতে ছয় মাসের মতো সময় লাগবে। এই সময় পর্যন্ত যাত্রীদের জন্য বর্তমান ব্যবহৃত র‍্যাপিড পাস, এমআরটি পাস এবং একক যাত্রার কার্ড ব্যবহারের সুযোগ বহাল থাকবে।

নতুন এই ব্যবস্থা চালুর জন্য গত ২৮ এপ্রিল সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) দরপত্র আহ্বান করে। এতে ৩০টির মতো দেশি-বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এখন তাদের কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব চাওয়া হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র আরও জানায়, এ প্রকল্পে সংস্থাটি নিজে আর্থিক বিনিয়োগ করছে না। বরং নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের খরচে যন্ত্রপাতি ও সফটওয়্যার স্থাপন এবং লেনদেন পরিচালনার দায়িত্ব নেবে। পরে টিকিট বিক্রির মাধ্যমে আয়ের একটি অংশ সেই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। কত শতাংশ দেওয়া হবে, তা ঠিক হবে দরপ্রস্তাবের ভিত্তিতে।

এদিকে ডিএমটিসিএল এখন আর এমআরটি পাস সরবরাহ করছে না। এর পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) র‍্যাপিড পাশ দিচ্ছে। তবে ডিটিসিএ চাহিদামতো কার্ড সরবরাহে হিমশিম খাওয়ায় যাত্রীদের মাঝে সংকট তৈরি হয়েছে। অন্যদিকে অনেক যাত্রীর একক টিকিট কার্ড মাঝপথেই বিকল হয়ে যাচ্ছে, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

ডিএমটিসিএল আশা করছে, ইউটিএস চালু হলে যাত্রীদের টিকিট কাটার ঝামেলা অনেকটাই কমে যাবে এবং ভাড়া পরিশোধের প্রক্রিয়া আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর হবে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
মেট্রোরেলের পিলারে দেড় দশকের প্রতিচ্ছবি
মেট্রো স্টেশনের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মেট্রো স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া
সর্বশেষ খবর
জরুরি অবস্থা ও প্রধান বিচারপতি নিয়োগের আইন সংস্কারে ঐকমত্য
জরুরি অবস্থা ও প্রধান বিচারপতি নিয়োগের আইন সংস্কারে ঐকমত্য
পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর দাবি পাবনাবাসীর
পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর দাবি পাবনাবাসীর
সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা?
সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা?
মিয়ানমারে ভারতীয় ড্রোন হামলায় উলফার ৩ নেতা নিহতের দাবি
মিয়ানমারে ভারতীয় ড্রোন হামলায় উলফার ৩ নেতা নিহতের দাবি
সর্বাধিক পঠিত
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’