X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নীরবে প্রস্থান ইনাম আহমেদ চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

অনেকটা নীরবেই প্রস্থান করেছেন সাবেক সচিব, প্রবীণ রাজনীতিক ইনাম আহমেদ চৌধুরী। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে তিনি রাজধানীর বনানীর বাসায় অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত্যুর একদিন আগেই (রবিবার) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে বেশ কয়েক মিনিট আলাপ করেন ইনাম আহমেদ চৌধুরী। আলাপে তিনি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আলাপে তিনি জানান, কিছুদিন আগে বিদেশ থেকে ফিরেছেন তিনি।

সম্প্রতি দেশে ও পার্শ্ববর্তী ভারতে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের উত্থান, ভারতের করিমগঞ্জসহ বিভিন্ন এলাকার নামের পরিবর্তন নিয়েও আশঙ্কার কথা বলেন ইনাম আহমেদ চৌধুরী।

মৃত্যুর আগ পর্যন্ত ইনাম আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। ২০১৮ সালে নির্বাচনের আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন।

রবিবার (২ জানুয়ারি) আলাপে ইনাম আহমেদ চৌধুরী এ প্রতিবেদককে জানান, তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীতে জায়গা পেলেও দলের কোনও কর্মকাণ্ডে অংশ নিতেন না। তিনি এও জানান, সর্বশেষ গত বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে নির্বাচন করার কথা বলা হলেও তিনি রাজি হননি।

বিএনপি জোট সরকারের সময় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি গণমাধ্যমে চলমান ইস্যুতে লেখালেখি করতেন নিয়মিত। টেলিভিশনের টকশোতেও অংশ নিতেন মাঝে-মাঝে।

দৈনিক প্রথম আলো জানিয়েছে, সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ইনাম আহমেদ চৌধুরী।

আগামী ৬ ফেব্রুয়ারি ইনাম আহমেদ চৌধুরীর জানাজা ও দাফন হওয়ার কথা রয়েছে।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বিএনপি ছেড়ে যাওয়া সিলেটের একজন নেতা, বর্তমানে একটি দলের চেয়ারম্যান, তার উৎসাহেই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে গিয়েছিলেন ইনাম আহমেদ চৌধুরী। তিনি বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
সর্বশেষ খবর
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার