X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অবিন্তা নেই, বেঁচে আছে তার স্বপ্ন

চৌধুরী আকবর হোসেন
৩০ জুন ২০১৭, ১৬:২০আপডেট : ০১ জুলাই ২০১৭, ০৮:৩৮

নাটোরে অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল ১৯ বছর বয়সী অবিন্তা কবিরের প্রাণ কেড়ে নিলেও তার স্বপ্ন কেড়ে নিতে পারেনি জঙ্গিরা। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবিরের স্বপ্ন পূরণে চালু হয়েছে অবিন্তা কবির ফাউন্ডেশন। অবিন্তার শোকসন্তপ্ত পরিবার জঙ্গি হামলায় নিহত হওয়ার পর খুঁজে পায় তার একটি ডায়েরি। যেখানে অবিন্তা লিখেছিলেন একটি এনজিও প্রতিষ্ঠা করে দেশের জন্য কিছু করার ইচ্ছের কথা। যে ইচ্ছের কথা মায়ের কাছেও বলেছিলেন অবিন্তা।

অবিন্তা কবিরের নামে প্রতিষ্ঠিত স্কুলে শিশু শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র থেকে ২০১৬ সালের ২৭ জুন দেশে আসেন অবিন্তা। ১ জুলাই ছিল ২৫ রমজান। সে রাতে ইফতারের পরপর অপর দুই বন্ধু ফারাজ আইয়াজ হোসেন ও তারুশি জৈনের সঙ্গে দেখা করতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে যান অবিন্তা। এর কিছুক্ষণের মধ্যেই ওই রেস্তোরাঁটিতে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। এরপর সেখানে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদেরই একজন ছিলেন হতভাগ্য অবিন্তা।

অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অবিন্তা এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদ ও ইহসানুল কবিরের মেয়ে। যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন তিনি। সেখান থেকে ২০১৯ সালে তার গ্র্যাজুয়েট হওয়ার কথা ছিল।

অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অবিন্তা কবির আর নেই। কিন্তু, দেশের মানুষের জন্য মহৎ কিছু করার যে স্বপ্ন বুনেছিলেন তিনি, তা বাস্তবায়ন করতে ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’ নামের একটি সেবামূলক সংগঠন করেছেন তার পরিবারের সদস্যরা।

অবিন্তা সাইবার সেন্টারের উদ্বোধন করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অবিন্তা কবির ফাউন্ডেশন এ বছর ৪ মার্চ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। ফাউন্ডেশনের কো- ফাউন্ডার অবিন্তার মা রুবা আহমেদের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তিনি বলেন, ‘‘সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখেছিল অবিন্তা। সবসময় সে সুবিধাবঞ্চিত শিশুদের পক্ষে কথা বলতো। অবিন্তা কবীর ফাউন্ডেশন করা হয়েছে তার স্বপ্নপূরণের জন্যই। কারণ অবিন্তার লক্ষ্য ছিলো একটি এনজিও প্রতিষ্ঠা করা। তার একটি ডায়েরি খুঁজে পাওয়া যায়। যেখানে সে লিখেছে, ‘আমি মানুষের জন্য ভাবি এবং আমার লক্ষ্য বাংলাদেশে একটি এনজিও প্রতিষ্ঠা করা। আমার বিশ্বাস, আজকের এই আমি, আমার সংস্কৃতি ও জাতীয়তার একটি অংশ। বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ। এ দেশের জন্য কিছু করা আমার নৈতিক দায়িত্ব। যদিও একটি এনজিও গড়া অতিসামান্য একটি পদক্ষেপ।’”

অবিন্তা ফাইন আর্টস গ্যালারি মাত্র ১৯ বছর বয়সী এই তরুণীকে হারিয়ে পরিবারে যে শোক ছড়িয়েছে তা সরেনি এখনও।  অবিন্তা কবীরকে স্মরণ করতে গিয়ে সব অনুষ্ঠানে বারবার কেঁদেছেন পরিবারের সদস্যরা। অবিন্তা কবীরের খালা লুবনা বলেন, ‘সেই রাতে অবিন্তা বলেছিল রাত ১০টার মধ্যে ফিরে আসবে,কিন্তু আসতে পারেনি।’ 

অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে শিশু হাসপাতালে ইনকিউবেটর প্রদান করা হয় অবিন্তার স্বজনরা জানিয়েছেন, ‘অবিন্তার মা সময় পেলেই মেয়ের রুমে যান, সেখানে তার চেয়ারে বসেন। নিজে নিজেই অবিন্তার সঙ্গে কথা বলেন। অবিন্তার জিনিসপত্র ধরে দেখেন।’

অবিন্তা কবির অবিন্তা কবির ফাউন্ডেশন জানিয়েছে, অবিন্তার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার বিষয়ে কাজ করবে সংগঠনটি। বৃদ্ধাশ্রম গড়াসহ সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য আবাসিক স্কুল, বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে ফাউন্ডেশন থেকে। অবিন্তার স্বপ্ন ছিলো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করা। ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নাটোরে পাঁচটি স্কুল চালু করা হয় এ ফাউন্ডেশন থেকে। এই ৫টি স্কুলে ১৫০ জন শিশু পড়াশোনা করছে। জুলাই মাসে ঢাকায় শুধুমাত্র মেয়েদের জন্য একটি স্কুল চালু করা হবে। অবিন্তা কবিরের স্মৃতি সংরক্ষণে এবং চারুকলা অনুষদের শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের ব্যবহারের জন্য একটি সাইবার সেন্টার ও আর্কাইভ চালু করে অবিন্তা কবির ফাউন্ডেশন। ২৪ মে চালু করা এই সাইবার সেন্টারের নামকরণ করা হয় অবিন্তা কবীরের নামে। ২০১৬ সালে শীতে  দরিদ্রদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করে অবিন্তা কবীর ফাউন্ডেশন।

/সিএ/টিএন/

হলি আর্টিজান এখন



দুর্বিষহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি