X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৯:৪৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৯:৫১

 

শিশু জিহাদ (ছবি- সংগৃহীত) রাজধানীর শাজাহানপুর রেল কলোনিতে নলকূপের পাইপে পড়ে মারা যায় শিশু জিহাদ। এ ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিতের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল থাকছে বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবীরা। 
মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার আদালত এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ৫ ফেব্রুয়ারি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেন তিনি।
আদালতে ফায়ার সার্ভিসের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার মো. আব্দুল হালিম।
পরে ব্যারিস্টার হালিম সাংবাদিকদের জানান, এ মামলায় হাইকোর্টের রায় হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের ২০ লাখ টাকা দিতে বলা হয়েছিল। বিবাদীপক্ষ গত ৯ অক্টোবর মামলার সত্যায়িত অনুলিপি হাতে পায়। এরপর তারা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায়। কিন্তু আদালত স্থগিতাদেশ না দিয়ে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন।

এর আগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাজাহানপুর রেল কলোনিতে একটি খোলা নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ।  প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে অপারগতা প্রকাশ করে ফায়ার সার্ভিস। 

এরপর কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্র দিয়ে পাইপের নিচ থেকে জিহাদকে তুলে আনা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুল হালিম হাইকোর্টে রিট দায়ের করেন।

সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।ওই রুলে জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

এছাড়া, সংবিধানের ৩১, ৩২ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় শিশুটির মৃত্যুতে ফায়ার সার্ভিস, ওয়াসা, রেলওয়ে ও সিটি করপোরেশনের অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়।

সারাদেশে অরক্ষিত ও উন্মুক্ত পাইপ, কূপ, টিউবওয়েল, স্যুয়ারেজ পাইপ, গর্ত এবং পানির ট্যাংকের তালিকা তৈরি করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। এরপর গত ৯ অক্টোবর মামলার বিবাদীপক্ষ রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পায়।

ওই রায়টি স্থগিত চেয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) চেম্বার আদালতে আবেদন করা হয়। কিন্তু চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। 

আরও পড়ুন: গণপূর্ত সচিবসহ পাঁচ জনকে আরও দায়িত্বশীল হতে নির্দেশ হাইকোর্টের

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা