X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বনানীর এফ আর টাওয়ারে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৩:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৪৮

বনানীর এফ আর টাওয়ারে আগুন
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুন লেগেছে। ২২-তলা ভবনটির নয়তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বনানীর এফ আর টাওয়ারে আগুন এফ আর টাওয়ারের ১৪-তলার একটি প্রপার্টিজ অফিসের কর্মকর্তা বেলায়েত হোসেন টেলিভিশনে দেওয়া  সাক্ষাৎকারে বলেন, ‘আগুনের খবর পেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সিঁড়িতেও দেখি ধোঁয়া। পরে ১৪-তলা থেকে ছাদে গিয়ে পাশের আওয়াল সেন্টারে চলে যাই। সেখান থেকে নেমে আসি। আমি এয়ারফোর্সের কমিশন্ড অফিসার বলে আমার পক্ষে এটা সম্ভব হয়েছে। তবে আমার সঙ্গে ছাদে থাকা আরও তিনজনকে দেখেছি, তারা পাশের ভবন পার হতে পারেননি।’

আগুন নেভানোর চেষ্টা সেখানে আটকা পড়া অনেকেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। ক্রেন লেডারের (যন্ত্রচালিত মই) সাহায্যে তাদের সেখান থেকে উদ্ধারের চেষ্টা করার চেষ্টা হচ্ছে। আগুন নেভানোর সুবিধার জন্য আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৫-৬টি অ্যাম্বুলেন্স আনা হয়েছে সেখানে। আগুন নেভাতে সিটি করপোরেশনের গাড়ি থেকে পানি সরবরাহ করা হচ্ছে। আগুনের প্রচণ্ড ধোঁয়া এখনও দেখা যাচ্ছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ জানান, ‌বনানীর আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

উদ্ধারকর্মী আকরাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবনের ৮-তলা থেকে একটি মেয়ে তাকে ধরে ধরে নামার চেষ্টা করছিলেন। তখন হাত ফসকে তিনি মাটিতে পড়ে যান। এরপর আরও দুইজন পুরুষ পড়ে যান। আমি নিজে এই তিনজনকে সেখান থেকে উদ্ধার করেছি। মেয়েটার পুরো শরীরে কাচ লেগেছিল। তিনি পাশের ডেল্টা ঢালাই টাওয়ারে নগর নামে একটি অফিসের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত।’  

পাশের ভবন থেকে উদ্ধার হওয়া রেজাউল করিম নামে একজন বলেন, ‘এফ আর টাওয়ারের ২৩ তলায় আমরা দুইজন আটকে ছিলাম। সেখানে আর কেউ ছিল না। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ছে। এসিগুলো থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরত পানি দিয়ে যাচ্ছেন। বাতাস দিয়ে ধোঁয়া সরানোর জন্য ভবনের উপরে হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে।’

/এসজেএ/এআর/ওআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক