X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বাউলশিল্পী শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৬:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৭:৪৬

বাউলশিল্পী শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন বাউলশিল্পী শরিয়ত সরকার বয়াতির নিঃশর্ত মুক্তিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বাউল একাডেমি ফাউন্ডেশন। শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাউলরা দেশের কথা বলেন, মানুষের কথা বলেন, ইসলামের কথা নিয়ে গান করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এমন গান বাউলরা করেন না। বাউল গান করলে কেউ যদি ধারণা করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, তাহলে তা সম্পূর্ণ ভুল।
বাউল নুর তারা দেওয়ান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাউলদের গ্রেফতার করে দমিয়ে রাখা যাবে না। তারা তাদের গান চালিয়ে যাবেন।
বাংলাদেশ বাউল একাডেমি ফাউন্ডেশনের সভাপতি মো. নেওয়াজ দেওয়ান বলেন, বাউলশিল্পী শরিয়ত বয়াতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি শরিয়ত বয়াতির অবিলম্বে নিঃশর্ত মুক্তিসহ তার বিরুদ্ধে দায়ের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, মো. জালাল বয়াতি, সিরাজ দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৩টার দিকে মির্জাপুর থানার এসআই মিজানুর রহমান ও ভালুকা থানার এসআই মো. মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বাসিল গ্রামের একটি গানের আসর থেকে শরিয়ত বয়াতিকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে মির্জাপুর থানায় নিয়ে যাওয়া হয়। গানের আসরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মির্জাপুর থানায় একটি মামলা (নম্বর-১০) দায়ের করা হয়।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন