X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নিরাপত্তাকর্মীদের ‘অন্যরকম’ ঈদ

সাদ্দিফ অভি
২৫ মে ২০২০, ২২:৪১আপডেট : ২৫ মে ২০২০, ২২:৫৩

নিরাপত্তাকর্মীদের ঈদ করোনা সংক্রমণরোধে দেশের বেশিরভাগ প্রতিষ্ঠান, মার্কেট, শপিং মল, সিনেমা হল বন্ধ থাকায় এবার ঈদকে অন্যভাবে দেখছেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। বন্ধ থাকার কারণে বেতন ঠিকমতো পেলেও বোনাস পাননি অনেকেই। তাছাড়া ঈদের বকশিশ থেকে একটি আয় হতো এই মানুষগুলোর, এবার তাও নেই। তাই অনেকটা অসহায় অবস্থাতেই দায়িত্ব পালন করছেন এই নিম্ন আয়ের মানুষেরা। তারা প্রতি ঈদে ডিউটি করেন এবং ঈদের পর বাড়ি যান। পরিবার থেকে দূরে থেকে তাদের ঈদ উদযাপন দায়িত্বপালনের মধ্যে দিয়েই এবার অন্যরকম।

ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা। ঈদ বলে বাড়তি কোনও আগ্রহ কিংবা উচ্ছ্বাস দেখা যায়নি তাদের মধ্যে। কর্মস্থলে কেউ কেউ একা আবার কেউবা কয়েকজন মিলে গল্প করেই ঈদের দিন দায়িত্ব পালন করছেন। তবে আয়ের পথ কম থাকায় এবং প্রতিষ্ঠান বন্ধ থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন অনেকেই। করোনা সংকটে লোক কম থাকায় কারও কারও ১৬ ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে।

দীর্ঘ ৯ বছর ধরে বলাকা সিনেমা হলের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন রংপুরের আব্দুর রাজ্জাক। তার মতে এবার ঈদ অন্যরকম। প্রতি ঈদে সিনেমা হল খোলা থাকলেও এবার বন্ধ। রাস্তায় মানুষের আনাগোনা কম। ঈদে শেষ কবে বাড়ি গিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন গত বছর কোরবানি ঈদের পর।

বলাকা সিনেমা হল থেকে একটু সামনে এগোলেই নীলক্ষেত বইয়ের মার্কেট। এই মার্কেটের নিরাপত্তায় আছেন পাঁচ জন কর্মী। এদের মধ্যে একজন নিরাপত্তা কর্মী জানান, এবার ঈদের কোনও আমেজ নাই। অন্যান্যবার ঈদে এখানে ডিউটিও করি আবার বাড়িতে গিয়ে বাচ্চাদের সময় দেই। করোনার কারণে সরকারের নির্দেশে প্রায় দুই মাস ধরে মার্কেট বন্ধ। এখানেই আছি আমরা সবাই।

নিরাপত্তাকর্মীদের ঈদ করোনার বন্ধের মধ্যে ঢাকা নিউমার্কেটের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন ৩০ জন কর্মী। মার্কেটের ভেতরেই তাদের থাকা-খাওয়ার আলাদা ব্যবস্থা আছে। তবে মার্কেট বন্ধ থাকায় ব্যবসায়ীদের কাছ থেকে এবার কোন বকশিশ পাননি বলে জানান দায়িত্বরত এক নিরাপত্তা কর্মী।

তিনি বলেন, এবার ঈদে দেখতেছি একদম হাহাকারের মতো। কারও ভেতরে কোনও শান্তি নাই, মজা নাই। আমরা এখানে ৩০-৩৫ জন দারোয়ান আছি। মার্কেট খোলা থাকলে আমরা মোটামুটি ভালো থাকতাম। ব্যবসায়ীরা মার্কেটে আসলে সালাম দিলেও ২০-৫০ টাকা সালামি দিয়ে যায়। এবার তো কিছুই নাই।

নিরাপত্তাকর্মীদের ঈদ নিউমার্কেট থেকে একটু সামনে এগিয়ে গেলে চন্দ্রিমা সুপার মার্কেট। এই মার্কেটের গেট বন্ধ করে ভেতরেই দায়িত্ব পালন করছেন ২২ জন নিরাপত্তাকর্মী। গেটের বাইরে দু’জন বসে মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুর রবের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছিলেন। আবুর রব জানান, এবার মার্কেট বন্ধ থাকায় বেতন হলেও বোনাস হয়নি। এছাড়া দোকান খোলা থাকলে ব্যবসায়ীদের কাছ থেকে বকশিশ পাওয়া যেতো, এবার তাও জুটেনি।

তিনি আরও বলেন, দোকান বন্ধ, মার্কেট বন্ধ। ব্যবসায়ীরা বেতন দিতে পারলেও বোনাস দিতে পারেনি। দিবেও বা কেমনে।

এসময় এখানে গল্পরত একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী জানান, তাদের এখন ১৬ ঘণ্টা ডিউটি করতে হয়। তিনি জানান- কেউ কেউ ৮ ঘণ্টা ডিউটি করলেও তাকে ১৬ ঘণ্টা ডিউটি করতে হয়। এছাড়া খাবারের ব্যবস্থা মেসে, সেখান থেকে খেয়ে আসেন তিনি। তারপরও সবকিছু নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, যা আছে এ নিয়ে বেশ ভালো আছি।

/টিটি/
সম্পর্কিত
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!