X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দুবাই প্রবাসীরা কল্যাণ বোর্ডে দিয়েছেন পৌনে ৫ কোটি টাকা

মোহাম্মদ ইরফানুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত
১২ আগস্ট ২০২২, ২১:২৫আপডেট : ১২ আগস্ট ২০২২, ২১:২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের অধীনে সাড়ে ১২ হাজার প্রবাসী বাংলাদেশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়েছেন। গত চার বছরে সদস্যপদ বাবদ আদায় হয়েছে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে অসহায়, মৃত প্রবাসী, আটক কর্মী ও নারী কর্মীসহ বিভিন্নভাবে প্রবাসীদের ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে কল্যাণ বোর্ডের ফান্ড থেকে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

সম্প্রতি বিভিন্ন কারণে মারা যাওয়া ৮ জন প্রবাসীর নিকটাত্মীয়ের মাধ্যমে তাদের পরিবারকে দুবাই কনস্যুলেট এ অনুদান দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান ও কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

ফাতেমা জাহান বলেন, বাজেটে সীমাবদ্ধতা থাকায় ২০২১-২২ অর্থবছরে অসহায়, মৃত প্রবাসী, আটক কর্মী ও নারী কর্মীসহ বিভিন্নভাবে প্রবাসীদের ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করতে পেরেছি। বিএমইটির কার্ডধারী, বৈধ ও কল্যাণ বোর্ডের সদস্যপদ নিয়েছেন এমন প্রবাসীদের আমরা সরাসরি সহযোগিতা করছি। যাদের সরাসরি সহযোগিতা করা যায় না, তাদের ক্ষেত্রে বাংলাদেশ কমিউনিটির সহায়তা নিচ্ছি।

তিনি আরও বলেন, একজন প্রবাসীর বাংলাদেশি কল্যাণ বোর্ডের সদস্যপদ পেতে ১৬০ দিরহাম খরচ হয়। প্রবাসীরা যত বেশি সদস্য পদ নেবেন, তত আমরা প্রবাসীদের সহযোগিতা দিতে পারবো।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, গত ২০২১-২২ অর্থবছরে প্রায় চারশ’ মৃত প্রবাসীর কফিন খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ বছরও প্রায় সমপরিমাণ প্রবাসী এই সহযোগিতার আওতায় আসতে পারেন। এ টাকা মূলত প্রবাসীদের টাকা।

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় প্রবাসীদের কল্যাণ কার্ড করতে উৎসাহ দিয়ে যাচ্ছি। এর জন্য যে অর্থ জমা হচ্ছে সেখান থেকেই মূলত সরাসরি এই সাহায্যগুলো দিচ্ছি। এ ছাড়া দেশে বিমানবন্দরে ৩৫ হাজার ও ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা পান একেকজন মৃত প্রবাসীর পরিবার।’

/সিএ/এফএ/
সম্পর্কিত
তেহরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি ঢাকা ফিরতে পারেন মঙ্গলবার
শিক্ষার্থীদের সহায়তা দিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ২ মিলিয়ন ডলারের ‘স্টার্টআপ ফান্ড’
মেধাবীদের টানতে যুক্তরাজ্যের বিশেষ প্রকল্প, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক