X
রবিবার, ২৬ মার্চ ২০২৩
১২ চৈত্র ১৪২৯

মহানবীর শিক্ষা গ্রহণ করলে দেশ হবে কল্যাণময়: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২২, ২১:২৯আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২১:২৯

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মহানবী (সা.)-এর থেকে শিক্ষা গ্রহণ করে কর্মপন্থা নির্ধারণ করলে আমাদের প্রিয় মাতৃভূমি হয়ে উঠবে উন্নত, সমৃদ্ধ, শান্তির ও কল্যাণময়।’

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত আমাদের দেশে আছে, তা হতে পারে আরও সুসংহত ও সুদৃঢ়। ১৯৭২ সালে বঙ্গবন্ধু বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের শুভ উদ্বোধন করে বিশ্বনবী (সা.)-এর আদর্শ প্রচার ও ইসলামের খেদমতের সূচনা করেন। তারই ধারাবাহিকতায় সরকারের অর্থায়নে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে।’

এর আগে বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী। মেলায় স্টল রয়েছে ৬৪টি। এখানে ইসলামিক সব বই ৩৫ শতাংশ কমিশনে পাওয়া যাবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু আ আউয়াল হাওলাদার। অনুষ্ঠানে আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ও দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান।

/সিএ/এনএআর/
‘সকল হজযাত্রীকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হচ্ছে’
‘ধর্মের কথাগুলো সঠিকভাবে তুলে ধরেন, তাহলে সাম্প্রদায়িক হামলা কমে যাবে’
পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশির
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশির
স্বাধীনতার শত্রুদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: ওবায়দুল কাদের
স্বাধীনতার শত্রুদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: ওবায়দুল কাদের
বিশ্বের সবচেয়ে নৃশংস গণহত্যা বাংলাদেশেই ঘটেছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
বিশ্বের সবচেয়ে নৃশংস গণহত্যা বাংলাদেশেই ঘটেছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
১০ টাকার ব্রয়লার মুরগির বাচ্চা এখন ৯০ টাকা
১০ টাকার ব্রয়লার মুরগির বাচ্চা এখন ৯০ টাকা
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে বিয়ের কারণ জানালেন সেই কলেজশিক্ষক
৭০ বছর বয়সে বিয়ের কারণ জানালেন সেই কলেজশিক্ষক
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
ওসি হারুন এতো সহজে হারে না: ‘মহানগর ২’
ওসি হারুন এতো সহজে হারে না: ‘মহানগর ২’
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান