X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘হজরত মুহাম্মদ (সা.) জাহেলিয়া যুগে যুবকদের সংগঠিত করে ন্যায়বিচার করেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৩:৫৩আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:৪০

রুহুল কবির রিজভী

হজরত মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়া যুগে যুবকদের সংগঠিত করে ন্যায়বিচার করেছেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র বিশ্বের রহমত হিসেবে পাঠানো হয়েছে। তার মতো একজন মহামানবের সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন। তৎকালীন সময়ে আরবের সমাজে যে অনাচার, ব্যভিচার ছিল, তা হজরত মুহাম্মদের (সা.) মনকে ব্যথিত করতো। ব্যথিত করতো বলে সেই অন্ধকারের যুগ, আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে থেকেও তার পবিত্র আত্মা দিয়ে বুঝতে পেরেছিলেন, সমাজে অনাচার চলছে। তখন থেকেই তিনি যুবকদের নিয়ে সংগঠন করেছেন, ন্যায়বিচার করেছেন।

বাংলাদেশে আজ  ভিন্ন ধরনের একটা আইয়ামে জাহেলিয়া যুগ চলছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এটা আওয়ামী জাহেলিয়া যুগ। নির্দ্বিধায় মানুষ রাস্তাঘাটে মরে পড়ে আছে। নদী-নালা-খাল-বিলের  মধ্যে মানুষের লাশ ভাসছে। প্রতিদিন শুধু নারীরাই লাঞ্ছিত হচ্ছেন ন— শিশুরাও লাঞ্ছনা ও ধর্ষণের শিকার হচ্ছে। এটাই তো আইয়ামে জাহেলিয়া যুগ। যে আইয়ামে জাহেলিয়া যুগের বিরুদ্ধে মহানবী রুখে দাঁড়িয়েছিলেন, সেই যুগের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে।’

আমরা মহানবীর (সা.) আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি মন্তব্য করে রিজভী বলেন, ‘তার আদর্শ ধরে রাখলে আমাদের সমাজে কোনও কদাচার-অনাচার আসন গেড়ে বসতো না।’

বারবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘ওয়ান-ইলেভেনের আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখনও কিছু ষড়যন্ত্রের কথাবার্তা ও আভাস আমরা শুনতে পাই।’

রিজভী আরও বলেন, ‘হিমালয় পর্বতমালা বা রকি পর্বতমালায় যদি ঘূর্ণিঝড় হয়, আর তাতে দু-একটা পাথর এদিক-সেদিক খসে পড়লে পর্বতের কোনও ক্ষতি হয় না। আজ বিএনপি পৃথিবীর শক্তিশালী পর্বতের মতো একটি পর্বত। এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনও কাজ হবে না।’

বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু কোনোভাবেই তা সফল হয়নি বলে যোগ করে রিজভী বলেন, ‘কারণ, এই দেশের জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই ঐক্যে যদি কেউ ফাটল ধরানোর চেষ্টা করেন, তাহলে তারা নিজেরাই ফেটে পড়বেন।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম