X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০

সমগ্র দেশ চোর ডাকাত লুটেরা ও বাটপারদের হাতে বন্দি: অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৩, ২০:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০:৪৯

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘সমগ্র দেশ চোর, ডাকাত, লুটেরা ও বাটপারদের হাতে বন্দি। তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে নামতে হবে। যদি জনগণ রাজপথে না নামে তাহলে আওয়ামী চক্র দেশকে ধ্বংস করে দেবে।’

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

কর্নেল অলি বলেন, ‘লুটেরা চক্র দেশ থেকে টাকা পাচার করে আরাম আয়েশে আছে। আর জনগণকে এক বেলা ভাত জোগাতে হিমশিম খেতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। পরিবার নিয়ে বেঁচে থাকতে প্রায় ৭০% লোক আসবাবপত্র বিক্রি করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ক্রমাগত ঊর্ধ্বগতি, অন্যদিকে টাকার মান প্রতি সপ্তাহে হ্রাস পাচ্ছে। ঝুঁকির মধ্যে রয়েছে দেশের ব্যাংকিং খাত। ১১টি ব্যাংক রয়েছে চরম ঝুঁকিতে। এই সরকারের পক্ষে ব্যাংক খাতকে টেনে তোলা সম্ভব নয়। এরা বিদায় না নিলে সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়বে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বেড়ে চলছে। এটা অব্যাহত থাকলে ব্যাংকগুলো লেনদেনের সক্ষমতা হারাবে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাবে। কাঙ্ক্ষিত হারে জাতীয় প্রবৃদ্ধি হবে না।’

কর্নেল অলি আরও বলেন, ‘দেশের জন্য আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় বোঝা। আর কোনও পথ নেই, এই সরকারের পতনই একমাত্র সমাধান। তাই বলছি, সবাই রাজপথে নেমে আসুন। এক দফা দাবিতে আয়োজিত সকল কর্মসূচি সফল করুন।’

গণমিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ প্রমুখ।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে: এলডিপি
অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল
তফসিল ঘোষণার প্রতিবাদে এলডিপির বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল
বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল
ঢাকায় পৌঁছেছে কক্সবাজারের প্রথম ট্রেন 
ঢাকায় পৌঁছেছে কক্সবাজারের প্রথম ট্রেন 
রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা
রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন