বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘এবার জানবাজি রেখে মরণপণ লড়াই করে জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনবে। এবারের লড়াইয়ে জনগণ বিজয়ী হবে। আর এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে পারবো।’
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কার্যত বর্তমান সরকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের কোনও পথ এই সরকার খোলা রাখেনি। সে কারণে বিরোধী দল ও জনগণকে এক মরিয়া লড়াইয়ে রাজপথে নেমে আসতে হয়েছে।’
এ সময় মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণে সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সাইফুল হক।
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য জোনায়েদ হোসেন, কবি জামাল সিকদার, নান্টুসহ পার্টির ঢাকা মহানগর কমিটির নেতারা।