X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারত সফরে গেলো আ.লীগের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৯:৩৯আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২০:০৭

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে আওয়ামী লীগের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রবিবার (৬ আগস্ট) বিকাল ৫টায় প্রতিনিধি দলের সদস্যরা  দিল্লির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলটি দিল্লি সফরে গেছেন। আগামী ৯ আগস্ট রাতে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

এর আগে শনিবার (৫ আগস্ট) ড. আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দল সৌজন্য সফরে যাচ্ছে। এ সফরে সরকারি ও রাজনৈতিক বিষয়ে কয়েকটি বৈঠক করবেন তারা। এতে পারস্পরিক চিন্তা বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের ভারত সফরে যাওয়ার কথা ছিল জুলাই মাসে। পরে সেই সিদ্ধান্ত বদল হয় এবং রবিবার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দল দিল্লি সফরে গেলো।

দলীয় সূত্র বলছে, এই সফর গত ২০ জুলাই হওয়ার কথা থাকলেও প্রথম দফায় তা পিছিয়ে ২৯ জুলাই নির্ধারণ করা হয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়সূচি ফাঁকা না থাকায় দ্বিতীয় দফায় সফরটি পেছানো হয়।

প্রতিনিধি দলের একজন সদস্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিজেপির সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের বৈঠকে হওয়ার কথা রয়েছে।

এদিকে, সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত আমন্ত্রণ এরইমধ্যে জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সক্রিয়তার বিপরীতে ভারতের তৎপরতা সেভাবে চোখে পড়ছে না বলে মনে করছেন কেউ কেউ। অবশ্য গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যা কিছু ঘটছে, তার ওপর নিবিড় নজর রাখছে ভারত। দেশটি (ভারত) চায় এই নির্বাচন পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত হোক।’

আরও পড়ুন:

বাংলাদেশে পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের আশা ভারতের

প্রধানমন্ত্রীর ভারত সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আ.লীগ

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
ভ্রমণ ভিসায় বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে প্রবেশ বন্ধ
সর্বশেষ খবর
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে