X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সংলাপের ‘মূল চাপ’ সরকারের ওপর, নির্ভার বিরোধী দলগুলো

সালমান তারেক শাকিল
১৩ নভেম্বর ২০২৩, ২২:৩৩আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ২৩:০৪

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল—আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ডোনাল্ড লু’র চিঠিটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস। চিঠিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানিয়ে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার প্রস্তাব করা হয়েছে।

বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য বিরোধী দলের নেতারা মনে করছেন, তিনটি দলকে চিঠি দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের সংলাপের মূল চাপ মূলত সরকারের ওপর বর্তায়। বিশেষ করে বিএনপির আন্দোলন চলমান থাকায় এবং দলটির শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে, সে কারণে সংলাপের বিষয়ে বিএনপির ওপর কোনও ‘দায়িত্ব’ নেই বলে মনে করা হচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে প্রাপ্ত খবর—বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ থাকায় সেখানে দূতাবাসের কাউকে যাওয়ার কোনও খবর মেলেনি। দলের গুলশানে চেয়ারপারসনের কার্যালয়টিও বন্ধ রয়েছে। খালেদা জিয়ার একান্ত সহকারী আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনও চিঠি আসেনি। কার্যালয় বন্ধ আছে। এসে থাকলে আমি জানতাম। তবে কোনও নেতার বাড়িতে (চিঠি) পৌঁছে দেওয়া হয়েছে কিনা জানি না।’

রাত ১০টার দিকে বিএনপির নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ডোনাল্ড লু’র চিঠি বিএনপির কাছে পৌঁছানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনের ই-মেইলের জবাবে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘আমাদের দীর্ঘদিনের অনুশীলন হিসেবে আমরা ব্যক্তিগত-কূটনৈতিক কথোপকথনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করি না।’

লু’র চিঠি নিয়ে সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরার বিষয়ে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।’

স্টিফেন ইবেলি জানান, ‘চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করে না। যুক্তরাষ্ট্র সব পক্ষকে কোনও ধরনের পূর্বশর্ত ছাড়া সংলাপে বসার আহ্বান জানাচ্ছে। এতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা করা ভিসানীতির বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়।’

নির্ভার বিএনপি ও বিরোধী দলগুলো

সোমবার রাতে বিএনপির বিদেশ বিষয়ক উইংয়ের সিনিয়র একজন সদস্য বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র সরকার ও বিরোধী পক্ষকে শর্তহীন সংলাপ করার আহ্বান জানিয়েছে। প্রথমত, বিএনপির তো শর্তহীন আলোচনায় যাওয়ার কোনও সুযোগ নেই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ হাজারো নেতাকর্মী কারাগারে। মহাসচিবকে কারাগারে রেখে সংলাপে কীভাবে যাবে বিএনপি।’

দলের বিদেশ বিষয়ক উইংয়ের সিনিয়র এই সদস্য মনে করেন, সংলাপ আয়োজন বা ডাকার মূল দায়িত্ব সরকারের। সেদিক থেকে সংলাপের আহ্বান সরকারের ওপর বিরাট চাপ সৃষ্টি করছে।’

একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা বাংলা ট্রিবিউনকে জানান, ডোনাল্ড লু’র চিঠি গতানুগতিক। এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের ভাষা ব্যবহার করে আহ্বান জানানো হয়েছে। তবে কোনও কোনও নেতা মনে করছেন এর বিপরীত, বিশেষত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের এই প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের ওপরও চাপ বৃদ্ধি করেছে। এ কারণে তফসিল ঘোষণার তারিখ পেছানো হয় কিনা, এ বিষয়টিও এখন নজরে থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যকে ফোন করা হলে তারা এ বিষয়ে কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, ‘সংলাপে যাওয়ার কোনও পরিবেশ নেই। সারা দেশ এখন অবরুদ্ধ। রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহতভাবে চলছে। বিশেষ করে বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী গ্রেফতার-আটক চলছে। দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ। ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির মহাসচিব, সিনিয়র নেতারাসহ অন্তত ১৪ হাজার বন্দি রয়েছে কারাগারে। ফলে সংলাপের আগে অফিস অবমুক্ত করা, নেতাকর্মীদের মুক্তি এসব প্রণিধানযোগ্য। এই পরিবেশ সৃষ্টি করতে হবে সরকারকেই।’

সাইফুল হক আরও বলেন, ‘সরকার নীতিগতভাবে পদত্যাগ করবে কিনা, কখন কীভাবে করবে—এই বিষয়গুলোতে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলোকে আস্থায় নিতে হবে। নিরপেক্ষ সরকার প্রশ্নে নীতিগত সিদ্ধান্ত নিলেই কেবল বিরোধী দলের সংলাপে যাওয়ার সুযোগ রয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় কীসের সংলাপ হবে। এটা তো সাধারণ সৌজন্যের বাইরে। ফলে উচিত হবে রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা।’

বিএনপির একাধিক নেতা বলছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের জন্য অটল। তিনি কোনও অবস্থাতেই সংলাপের পথে যাবেন না। সংলাপের বিষয়টিকে বাস্তবে রূপ দিতে দেবেন না। সংলাপ করতে হলে বিএনপির সব নেতাকে মুক্তি দিতে হবে। তিনি জানেন, সংলাপের মধ্য দিয়ে নির্বাচন হলে সুষ্ঠু ও অবাধ করার চাপ থাকবে। নিশ্চিতভাবে নির্বাচনে তার দলের পরাজয় ঘটবে। তিনি যুক্তরাষ্ট্রের ডিজাইন কেন বাস্তবায়ন করবেন বলে প্রশ্ন রাখেন বিএনপির বিদেশ বিষয়ক কমিটির একজন সিনিয়র সদস্য।

এসব বিষয়ে জানতে চেয়ে ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতাকে ফোন করা হলেও কথা বলা যায়নি।

যেভাবে দেখছে জাতীয় পার্টি

সোমবার বিকালে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরের কাছে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। এদিন বিকাল ৩টায় পিটার হাসের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক শুরু হয়। অন্তত ৪০ মিনিট এই বৈঠক হয়। এতে দলের মহাসচিব মুজিবুল হক, দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

মহাসচিব মুজিবুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সংলাপ চাই। আমি দলের পক্ষ থেকে, এমনকি একাদশ সংসদের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বলেছি শর্তহীন সংলাপে বসার জন্য। যারা বলে শর্ত আছে, তাদের শর্ত নিয়ে টেবিলে আসতে বলার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর জাপা মহাসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র লেখা একটি চিঠি আমাদের পার্টির চেয়ারম্যানকে দেওয়ার জন্য এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি জানিয়েছেন, একই চিঠি আওয়ামী লীগ এবং বিএনপিকেও দেওয়া হয়েছে।’

সোমবার রাতে এ বিষয়টি সম্পর্কে মুজিবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘না, তারা বলেনি যে দেওয়া হয়েছে কিনা। দিয়েছে কিনা সেটাও আমি জানি না।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বশেষ খবর
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়