X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে পারেনি সরকার: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৪:১৯আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:২৫

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বিএনপি মনে করে, সরকারই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চায় না। দলটির দাবি, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরাতে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গণে রোহিঙ্গা সমস্যাকে অগ্রাধিকারের পর্যায়ে আনতে পারেনি সরকার।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতে আজ এই সংবাদ সম্মেলন করেন তিনি।

মির্জা ফখরুল জানান, বিএনপির স্থায়ী কমিটি মনে করে- রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনে সরকারের কার্যকরী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ব্যর্থতায় স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশের পক্ষে আনা সম্ভব হয়নি। উদাহরণ টেনে তিনি বলেন, চীনের মধ্যস্থতা ব্যর্থ হয়েছে, ভারত এখন পর্যন্ত কোনও কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। এমনকি জাতিসংঘের কোনও ফলপ্রসূ উদ্যাগ গ্রহণ করানোর ক্ষেত্রেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এমন মিথ্যাচার জাতিকে বিভ্রান্ত করার এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা বলে মনে করে বিএনপি।

মির্জা ফখরুল জানান, করোনা ভাইরাসের টিকা প্রদান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। পর্যাপ্ত মজুত না রেখেই টিকা কর্মসূচি আবার শুরু করা সরকারের আর একটি ভুল সিদ্ধান্ত। বিএনপি বারবার টিকা সংগ্রহের বিষয়টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও দলের বৈঠকে অংশগ্রহণ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় বিএনপির স্থায়ী কমিটি আফগানিস্তানের বিমানবন্দরে বোমা হামলার নিন্দা জানিয়েছে বলেও জানিয়েছেন দলটির মহাসচিব।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
‘শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি’
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সর্বশেষ খবর
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি