X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আ.লীগ হারিকেন ধরার সময় পাবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ১৫:২২আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হারিকেন ধরার সময় এসেছে আপনাদের। হারিকেন ধরার সময় পাবেন না। পেছনের রাস্তা দিয়ে যাওয়ারও সময় পাবেন না।’

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম মাতব্বরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ঢাকা উত্তর-দক্ষিণ এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আর সময় দেওয়া চলবে না। এখন আমাদের দাবি একটাই। এক দফা, এক দাবি। আসুন, সেই এক দফা আদায়ের লক্ষ্যে, জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এগিয়ে আসি।’

তিনি বলেন, ‘জনগণের দাবি নিয়ে তারা (ভোলার স্বেচ্ছাসেবক দল) সেখানে সভা করছিল, সমাবেশ করছিল। সেখানে অতর্কিত পুলিশ তাদের ওপর আক্রমণ করে গুলি করে। আমার ভাই আমার সহকর্মী আবদুর রহমানকে হত্যা করে।’

তিনি আরও বলেন, ‘অতীতে যেমন মানুষ গর্জে উঠেছিল আজকে আবদুল রহিমের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের গর্জে উঠতে হবে। তাদের ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কোথায় সফলতা আপনাদের? এই মেট্রোরেল দেখিয়ে বলেন, পদ্মা সেতু দেখিয়ে বলেন– এইখানে সব সফল্য। আর শতকরা ৪২ জন মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকে। হাজারও মানুষ এখন দুবেলা খেতে পারে না।’

এই সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আগে রাস্তা দখল করেন। আমরা ঘোষণা করছি, আগামী পরশু থেকে প্রতিটি অঙ্গ সংগঠন বিক্ষোভ করবে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে পরবর্তী কর্মসূচির ঘোষণা করবো।’

সমাবেশে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘যারা বাড়াবাড়ি করছেন তাদের লিস্ট করা হচ্ছে। বিদেশিদের লাগবে না দেশের জনগণ আপনাদের বিচার করার জন্য প্রস্তুত।’

তিনি বলেন, ‘আজ সরকারের রিজার্ভে টান পড়েছে। তাই ডিজেলসহ জ্বালানি আমদানি করতে পারছে না। যদি টান না পড়ে তাহলে এগুলো আমদানি করতে পারছেন না কেন? কেন আমদানিকাররা ব্যাংকগুলোতে এলসি করতে পারছে না?’

সমাবেশে বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মোহম্মদ চৌধুরী বলেন, ‘রহিমের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনাত প্রতিজ্ঞা করতে হবে।’

বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও ছিলেন– বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, আমিনুল হক, রফিকুল আলম মজনুসহ অন্যান্যরা।

 

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জুলাইযোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শ্রমিক দল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’