X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ

টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

সালমান তারেক শাকিল
০৭ ডিসেম্বর ২০২২, ২২:৩৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:২৬

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিভাগীয় গণসমাবেশের জায়গা নিয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে সমঝোতার প্রকাশ্য বার্তা দেওয়া হলেও একদিনের মাথায় তা রূপ নিয়েছে সংঘর্ষে। বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাজধানীর নয়া পল্টনে সহিংসতা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিতে একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আটক ও গ্রেফতার হয়েছেন বিএনপির সিনিয়র অন্তত ছয় জন নেতা। সন্ধ্যার দিকে পুলিশের একটি দল ঢুকে পড়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। 

চারঘণ্টা পর বুধবার রাত ১০টার দিকে অভিযান শেষে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির অফিসে বস্তায় বস্তায় ককটেল মিলেছে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযান চলাকালেই বলেছেন, ‘ব্যাগে করে বিস্ফোরক দ্রব্যাদি পুলিশ (বিএনপির) কার্যালয়ের ভেতরে নিয়ে গেছে।’ রাত ৮টার দিকে তিনি নয়া পল্টন থেকে চলে যান।

বুধবার বিকাল থেকে রাত অবধি সহিংস ঘটনার পর বিএনপির পরবর্তী পরিকল্পনা জানতে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে বাংলা ট্রিবিউনের আলাপ হয়। তারা জানান, মূলত পুলিশের পক্ষ থেকে আগ বাড়িয়ে নেতাকর্মীদের উসকানি দিয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে।

দলীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন মির্জা ফখরুল দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে,   বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় সংবাদ সম্মেলন ডাকা হলেও তা বুধবার রাত পৌনে ১১টার দিকে বাতিল করা হয়। পাশাপাশি নয়াপল্টনের আকস্মিক ঘটনায় বুধবার বিএনপির সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার পর সারাদেশে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালনের  সিদ্ধান্ত  হয়েছে।

স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, নয়া পল্টনের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরীর থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি হবে।

দলের নেতারা জানান, ১০ ডিসেম্বরের সমাবেশ করতে অনড় অবস্থানে রয়েছে বিএনপি। তারা আরও জানান, শনিবারের সমাবেশ বানচাল করার উদ্দেশ্যেই বুধবারের হামলা। তবে সমাবেশের স্থান নিয়ে নয়া পল্টনের বিকল্প চেয়ে আবারও আহ্বান জানাবেন বিএনপির মহাসচিব। শেষ পর্যন্ত তৃতীয় গ্রহণযোগ্য কোনও ভেন্যু যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে নয়া পল্টনেই সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। এতে যদি প্রশাসন বাধা দেয়, সেক্ষেত্রে বুধবারের মতোই পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন সম্ভাবনার কথাও জানান একাধিক সিনিয়র নেতা।

শীর্ষ ৬ নেতাসহ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে, দাবি বিএনপির বুধবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া সংঘর্ষ বিকাল পৌনে ৫টার দিকে বন্ধ হয়। এরপর পুরো নয়া পল্টন এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এদিন পুলিশের সঙ্গে সোয়াতের সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন। সন্ধ্যার দিকে বিএনপি কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার দাবি করেন, ‘অনেককেই আটক করেছি আমরা। অনেক সন্ত্রাসী আমরা আটক করেছি। সন্ত্রাসীদের উসকানিদাতাদের গ্রেফতার করেছি। এখান থেকে নাশকতা করার জন্য অনেক বোমা উদ্ধার করা হয়েছে।’

পুলিশের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে সম্পূর্ণ নিরপরাধ পরিস্থিতিতে উসকানি দিয়ে হামলা চালিয়েছে পুলিশ। পুলিশ বিএনপির মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে তছনছ করেছে, সব ফাইলপত্র নিয়ে গেছে। লাইট ভেঙে দিয়েছে। কম্পিউটার ভেঙেছে। মেইন সুইচ ভেঙেছে। এককথায় লুটপাট করেছে।’

অ্যাকশনে পুলিশ ‘দেশে আজকে পুলিশি রাষ্ট্র কায়েম আছে’, উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘আমাদের ছেলেপেলেরা কিছুই করেনি। বরং পুলিশ গুলি করে একজনকে মেরে ফেলেছে। অনেককে আহত করেছে। অনেক সাংবাদিক আহত হয়েছেন। এর পুরো দায় সরকারের, পুলিশের।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় হোটেল লেকশোরে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব। এতে বিরোধী রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করবেন।

দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলন থেকে নতুন কর্মসূচি দেবেন বিএনপি মহাসচিব। এতে প্রতিবাদ-বিক্ষোভ ও শনিবারের সমাবেশ নিয়ে কথা বলবেন তিনি।

বিরোধী রাজনৈতিক দলগুলোর কয়েকজন নেতা জানিয়েছেন, বুধবার বিএনপি সিদ্ধান্তহীনতায় ছিল। আগামী দিনে পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা অনেকটাই নির্ভর করছে বিএনপির নেতৃত্বের ওপর—এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন একাধিক দলের শীর্ষ নেতা।

ছবি: নাসিরুল ইসলাম

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক