X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিকালে সংবাদ সম্মেলন বিএনপির, গোলাপবাগ মাঠ নিয়ে চিঠি দেওয়ার প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১২:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৫:০৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আজ বিকাল ৩টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে।

এদিকে, গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়ে ডিএমপিকে লিখিতভাবে অবহিত করতে বিএনপির একজন নেতাকে আহ্বান জানিয়েছে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে চিঠি নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরে লিখিতভাবে গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতির জন্য চিঠি দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানিয়েছে, ১০ ডিসেম্বরের সমাবেশস্থল নিয়ে এখনও সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। গতরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের নাম আলোচনায় থাকলেও পরিদর্শনশেষে বিএনপির পক্ষ থেকে নতুন করে গোলাপবাগ মাঠের কথা বলা হয়েছে। আপাতত এই মাঠেই সমাবেশ করতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মধ্যরাতে বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে তুলে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারা হয়েছে। যে প্রক্রিয়ায় তাদের তুলে নেওয়া হয়েছে, বন্দি করে নেওয়া হয়েছে তা ইতিহাসের সমস্ত অতীত ছাপিয়ে গেছে।’

এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যদি আলোচনার জন্যই তাদের ডাকা হয়, তাহলে দারোয়ান দিয়ে কেন তুলে নেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী যদি মির্জা ফখরুলকে চায়ের নিমন্ত্রণ দিতেন, তাহলে তিনি যেতেন না? মির্জা আব্বাস কী যেতেন না? আসলে তাদের লক্ষ্য হচ্ছে বিএনপির সমাবেশকে বানচাল করা। কিন্তু বিএনপি ১০ ডিসেম্বর সমাবেশ করবেই।’

ইকবাল হাসান মাহমুদ জানান, বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে তুলে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করবে বিএনপি। শুক্রবার বিকাল ৩টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভেন্যু সংক্রান্ত আলোচনা করতে শুক্রবার দুপুর ২টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অফিসে যাবে আমাদের একটি প্রতিনিধি দল। এতে বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও  আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল থাকবেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
আনু মুহাম্মদের সুস্থতা কামনায় মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী