X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

দেশে শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ১৫:৪৩আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৫:৪৩

বাংলাদেশে শিগগিরই গণঅভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সরকারকে হটাতে হলে একটি গণঅভ্যুত্থানের প্রয়োজন আছে। গণঅভ্যুত্থান তখনই সফল হয় যখন সমস্ত পেশাজীবী সংগঠন এবং জনগণ ঐক্যবদ্ধ হয়। অতি দ্রুত বাংলাদেশ এই গণঅভ্যুত্থান হবে। সবাই যার যার অবস্থান থেকে এতে অবদান রাখবে।

মঙ্গলবার (২৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ‘স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার দেশের কোনোকিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনও অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা নতুনভাবে তা সাজাতে পারবে না কখনোই। তাদের যত দ্রুত বিদায় করা যাবে তত দ্রুত জাতি ও দেশের কল্যাণ হবে।’

বিগত ১৪ বছরে স্বাস্থ্যব্যবস্থার ব্যাপক বিপর্যয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের এ দুরবস্থা হয়েছে মূলত দলীয়করণের ফলে। এর ফলে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ আবার দলীয় পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করে। এতে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। জনগণের প্রতি সরকারের কোনও দায়বদ্ধতা নেই।’

সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চেম্বারের বিষয়ে নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘একটা সার্কুলার বেড়িয়েছে– আগামী ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালে বিকাল ৩টার পর থেকে ডাক্তাররা প্রাইভেট চেম্বার করতে পারবে। দলীয় লোকদের পকেট ভারী করতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। এতে জনগণের কোনও কাজ হবে না।’

আলোচনা সভায় বিএনপির আহ্ববায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, ‘১০ দফা দাবির প্রথম দফা হলো নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা। এজন্য শেখ হাসিনা ভয় পাচ্ছেন। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত নন। তার এমপি-মন্ত্রীরা অনির্বাচিত। তারা স্বেচ্ছায় বের না হলে জনগণ আগামীতে অনির্বাচিত এই এমপিদের সংসদ থেকে বের করে নিয়ে আসবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে শেখ হাসিনার অধীনেও নির্বাচন হবে না। তার অধীনে নির্বাচন হলে ভোট চুরি হবে। সেখানে জনগণের সরকার কায়েম হবে না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সঞ্চালনা করেন ড্যাবের মহাসচিব ডা. মো আব্দুস সালাম।

/এএজে/আরকে/
সম্পর্কিত
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস
সর্বশেষ খবর
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়