রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে গত রাত (রবিবার দিবাগত) দেড়টার দিকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
এর আগে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিক্যাল বোর্ডর চিকিৎসকরা বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়াপারসনকে সিসিইউতে নেওয়া হয়।