ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালামের বক্তব্যের প্রসঙ্গ টেনে সরকারকে উদ্দেশ করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আব্দুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ নেতাদের শাস্তি দেবেন।’ আমি এত ভয় দেখাতে চাই না। আমরা কিছু করবো না, দয়া করে ক্ষমতা ছাড়েন। তিনি বলেন, ‘আমাদের মাফ করে দেন, বাংলাদেশের জনগণকে মাফ করে দেন। যেই অত্যাচার করছেন, এর থেকে রেহাই দেন।’
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের জিনজিরায় সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার পতনের আন্দোলনে অংশ নিতে কেরানীগঞ্জবাসীকে আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা— যারা বাড়ি থেকে শুনছেন, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। যদি ঘরে বসে থাকেন, তাহলে কিছুই হবে না। যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে এই শেখ হাসিনা সরকারকে কখনোই ক্ষমতা থেকে সরানো যাবে না। তাদের হাতে পুলিশ আছে, তাদের হাতে বিডিআর আছে, তাদের হাতে র্যাব আছে, তাদের হাতে কোর্ট আছে। সুতরাং, আমরা সব কিছু ছাপিয়ে, সব কিছুকে প্রতিরোধ করে, দেশকে মুক্তির আলো দেখাবো একদিন।’
তিনি বলেন, ‘আমরা ঢাকা শহরসহ সারা দেশে এমন এক অবস্থার সৃষ্টি করবো— এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সেই দিনের জন্য আপনারা প্রস্তুতি নিন। এই সরকারের পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপার মাত্র। যাই যাই করছে।’
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান প্রমুখ।