বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শনিবার (২৩ সেপ্টেম্বর) এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। যে নেত্রী অত্যন্ত শক্ত মনের জোর নিয়ে সব প্রতিকূলতা কাটিয়ে ওঠেন, পাঁচ বছর বন্দি থাকা অবস্থায়ও কোনোদিন যার চোখে আমরা পানি দেখিনি, গতকাল তাকে অত্যন্ত অসুস্থ দেখেছি। প্রথমবারের মতো আমার মনে হয়েছে, সত্যি আমাদের ম্যাডাম, আমাদের মাতা অনেক অনেক বেশি অসুস্থ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীরা মুহুর্মুহু শ্লোগান দিতে থাকে ‘খালেদা জিয়ার কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে’।
রবিবার বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এ সমাবেশ হয়। নেতাকর্মীরা খালেদা জিয়ার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করে সমাবেশস্থলে আসেন। বিকাল ৪টার মধ্যে নয়াপল্টনের সড়ক জনসমুদ্রে পরিণত হয়।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু।
সমাবেশে ছড়াকার আবু সালেহ তার লেখা ছড়া ‘ধরা যাবে না, বলা যাবে না, ছোঁয়া যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা’ আবৃত্তি করে শোনান।