বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন। রবিবার (২১ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিট সিঙ্গাপুর এয়ারলাইনে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।
খন্দকার মোশাররফ ব্রেইন হ্যামারেজে আক্রান্ত হয়েছেন। এত দিন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ খন্দকার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
গত বছরের ১৬ জুন বিএনপির ঘোষিত মহানগর বিএনপি উত্তরের পদযাত্রা কর্মসূচির মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ জুন তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি করা হয়।
সেখানে দুই মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন। আবার অসুস্থ হলে গত ৫ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।