X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ০৫:৪৫আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:৫০

শারীরিকভাবে অসুস্থ বোধ করায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। সোমবার (৮ জুলাই) ভোর ৪টা ১২ মিনিটে জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্স যোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা ‎শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্স তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে সোমবার ভোর ৪টা ১২ মিনিটে রওনা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ১১ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, ‘মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হয়েছে। এখানেই তার চিকিৎসা চলবে।’

অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে (ছবি: মিডিয়া উইংয়ের সৌজন্যে)
 
গত ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২৩ জুন) অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তার হৃদপিণ্ডে ‘পেসমেকার’ লাগানো হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। সেদিন তাকে কারাগারে নেওয়া হয়। এরপর উচ্চ আদালতে আপিল করলে সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। পরে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে তাকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়।

এরপর কিছু দিন বিএসএমএমইউ’র প্রিজন সেলে থাকার সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। করোনাভাইরাসের সংক্রমণের সময় গুলশানের বাসা ও দেশেই চিকিৎসা নেওয়ার শর্তে মুক্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজা ও এভারকেয়ারে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রসঙ্গত, গত ২৬ জুন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি ও তার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ২৯ জুন রাজধানীতে সমাবেশ ও ১ জুলাই সারা দেশের মহানগরে সমাবেশ করেছে দলটি। এরপর দলীয় আর কোনও কর্মসূচি দেয়নি বিএনপি।

আরও পড়ুন:

‘ফিরোজা’য় ফিরেছেন খালেদা জিয়া

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
সর্বশেষ খবর
আইভীকে গ্রেফতার করে নেওয়ার পথে গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ২৫২ জনের বিরুদ্ধে মামলা
আইভীকে গ্রেফতার করে নেওয়ার পথে গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ২৫২ জনের বিরুদ্ধে মামলা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
২০২২ সালের রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কেন ভেস্তে গিয়েছিল?
২০২২ সালের রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কেন ভেস্তে গিয়েছিল?
ব্যাটারিচালিত রিকশার উৎপাদন বন্ধ: ডিএনসিসি প্রশাসক
ব্যাটারিচালিত রিকশার উৎপাদন বন্ধ: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি